নিত্যপণ্যে অস্বস্তি বাড়ছে চড়া সবজি মুরগি পিঁয়াজ ডিম

নিত্যপণ্যের বাজারের স্বস্তি দিনদিন কমছে। ঈদের পর থেকেই ধারাবাহিকভাবে বাড়ছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। বেশির ভাগ সবজি এখন আর ৫০ টাকার নিচে মিলছে না। কয়েক দিন ধরে বেড়েছে সব ধরনের মুরগির দামও। ডিমের দামও বেড়েছে ডজনপ্রতি ১৫ টাকা। গতকাল রাজধানীর খিলক্ষেত, জোয়ারসাহারা ও মহাখালী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। নিত্যপণ্যের কাঁচাবাজারে কম দামি সবজি হিসেবে পরিচিত পেঁপের প্রতি কেজি এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। করলা, বরবটি, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দল, পটোল, কচুর লতি, ঢ্যাঁড়শ প্রভৃতি সবজি বাজারভেদে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আলু, কাঁচকলা, মিষ্টিকুমড়ার মতো কয়েকটি পণ্য এখনো ৫০ টাকার নিচে কেনা যায়। এ ছাড়া বাজারে পিঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। ঢাকার বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি দেশি পিঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাড়ামহল্লায় এ দাম আরেকটু বেশি। মাসখানেক আগে পিঁয়াজের কেজি ছিল ৩০-৪০ টাকা।
ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। এ ছাড়া মাছ ও মাংসের দাম অনেকটা আগের মতোই রয়েছে। তবে দুই সপ্তাহ ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালি মুরগি। এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ ও ধরনভেদে সোনালি মুরগি ২৬০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে কেজিতে ২০ থেকে ৩০ টাকা কম ছিল। এ ছাড়া ফার্মের মুরগির বাদামি রঙের ডিম ডজনে ১৫ টাকা বেড়ে ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও বাদামি ডিম ১২০ টাকা ডজনে পাওয়া যেত। গতকাল খুচরা বাজারে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ থেকে ৭৫০ ও খাসির মাংস ১ হাজার থেকে দেড় হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছের মধ্যে প্রতি কেজি চাষের কই ৩০০ থেকে ৩২০, তেলাপিয়া ২২০ থেকে ২৫০, পাঙাশ ২০০ থেকে ২৫০, রুই ৩৫০ থেকে ৪০০ ও পাবদা ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।