Bangladesh

নির্বাচনের দুইদিন আগে ৪ জেলায় ভোটকেন্দ্র-নির্বাচনি ক্যাম্পে আগুন, ককটেল হামলা

দেশের চার জেলায় একাধিক ভোটকেন্দ্রে ও প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন ও ককটেল হামলার ঘটনা ঘটেছে।

ফেনী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিনেরও কম সময় বাকি থাকতে ফেনী, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্র ও নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ এবং ককটেল হামলার ঘটনা ঘটেছে।

এদিকে ৭ জানুয়ারির নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে কুমিল্লায় বিএনপির একটি মিছিলে দলটির কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাঁকা গুলি চালালে পাঁচজন আহত হন।

আজ শুক্রবার (৫ জানুয়ারি) কুমিল্লা সরকারি মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ফেনীর সোনাগাজী উপজেলার চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্রে আজ সকালে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। আগুনে স্কুলটির শিক্ষক মিলনায়তনে কিছু অংশ ও আসবাবপত্র পুড়ে গেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঁইয়া সার্কেল) তাসনিম হোসেন বলেন, ভোটের কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্য ছিল কি না তা জানতে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে রাজশাহীর বাগমারা ও মোহনপুরের দুটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান জানান, বাগমারার গণিপুর ইউনিয়নের আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষ ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ কক্ষে ককটেল হামলার ঘটনা ঘটে।

কক্ষটির জানালা ভাঙা হয়, ভেতরে কিছু আসবাবপত্র ও বই পোড়া অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে।

একইদিন বাঘা উপজেলায় আরও দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সেগুলো অগ্নিসংযোগের ঘটনা কি না নিশ্চিত হওয়া যায়নি।

এদিন রাতে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন দেয় একদল দুর্বৃত্ত।

এদিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ আবদুল্লাহ শোভনের নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে।

উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া এলাকায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ক্যাম্পে আগুন দেয়। আগুনে ক্যাম্পটির আসবাবপত্র পুড়ে গেছে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button