নেতানিয়াহু ক্ষমতায় থাকার জন্য যুদ্ধ দীর্ঘায়িত করতে চান ॥ বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত করতে চান। বুধবার টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে ফিলিস্তিনে বেপরোয়া হামলার জন্য নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থকে দায়ী করেন বাইডেন। তিনি বলেন, নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর স্বার্থে তিনি মূলত গাজায় যুদ্ধ চালাচ্ছেন। এ ছাড়া গাজায় যুদ্ধ চালানোর আর কোনো উদ্দেশ্য নেই বলে তিনি মনে করেন। খবর পার্সটুডের।
বাইডেনের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, যুদ্ধ-পরবর্তী গাজার ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তার পরিকল্পনা হয়েছে। এ সময় ৭ অক্টোবর ইসরাইলে হামলার পাল্টা জবাবে দেশটি গাজায় যা করেছে, সেটিকেও তিনি অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন।
এদিকে নির্বাচনের আগে মেক্সিকো সীমান্ত নিয়ে কঠোর অবস্থান নিল বাইডেন প্রশাসন। এর ফলে অবৈধভাবে অভিবাসন প্রত্যাশীরা এই সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। প্রেসিডেন্ট জো বাইডেন এ সম্পর্কিত একটি নির্বাহী আদেশে সই করেছেন। এতে অবৈধভাবে মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এর আগে ৩১ মে বাইডেন গাজার যুদ্ধবিরতি নিয়ে তার পরিকল্পনা প্রকাশ করেন। গাজায় চলমান যুদ্ধ বন্ধে তিন দফার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।