পড়ে গেলে ভাঙে না, পর্দায় দাগও পড়ে না এই স্মার্টফোনে

অসতর্কতার কারণে হাত থেকে পড়ে গেলে ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পর্দায় ফাটল ধরে বা দাগ পড়ে যায়। এর ফলে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার করা যায় না। এ সমস্যা সমাধানে অ্যান্টি-ড্রপ ডিসপ্লেযুক্ত নতুন স্মার্টফোন বাজারে এনেছে অনার বাংলাদেশ। ‘অনার এক্স৯সি’ মডেলের ফোনটিতে আলট্রা-টেম্পারড গ্লাস ও রেজিস্ট্যান্স শিল্ড ব্যবহার করায় সাড়ে ছয় ফুট ওপর থেকে পড়ে গেলেও ভাঙে না, পর্দায় দাগও পড়ে না। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অনার বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটিতে ৬ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। শুধু তা–ই নয়, ৬৬ ওয়াটের ফাস্ট চার্জার প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করারও সুযোগ মিলে থাকে। এর ফলে ফোনটিতে চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। পানি ও ধুলাপ্রতিরোধক–সুবিধা থাকায় ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না ফোনটিতে।
৬ দশমিক ৭৮ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ১০৮ ও ৫ মেগাপিক্সেলের ২টি ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর ফলে ফোনটির মাধ্যমে সহজেই উন্নত রেজল্যুশনের ছবি তোলা যায়। ১২ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ৪৪ হাজার ৯৯৯ টাকা।