Science & Tech

পরিবর্তন আসছে ফেসবুক মনিটাইজেশনে, আয় বৃদ্ধির সম্ভাবনা

ফেসবুকে মনিটাইজেশন ব্যবহার আয় করা নিয়ে সুখবর দিলো মেটা। নতুন করে ফেসবুক মনিটাইজেশনে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। টেক সংশ্লিষ্টরা বলছেন, এতে কনটেন্ট ক্রিয়েটরদের আয় আরও বাড়তে পারে। এমনকি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরও লাভজনক এবং সহজ হতে পারে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে এটি চালু হবে।

মেটা নতুন একটি কেন্দ্রীভূত মনিটাইজেশন প্রোগ্রামের ঘোষণা দিয়েছে চলতি বছরে, যা ফেসবুকের পূর্বের ইন-স্ট্রিম অ্যাডস, রিলসের অ্যাডস, এবং পারফরম্যান্স বোনাস সহ বিভিন্ন আয়ের উৎসগুলোকে একত্রিত করবে। এই প্রোগ্রামটি একক প্ল্যাটফর্মে সব ধরনের কনটেন্ট মনিটাইজেশনের সুযোগ দেবে, যেমন রিলস, লং ফর্ম ভিডিও এবং টেক্সট পোস্ট, যা ক্রিয়েটরদের জন্য আয়ের প্রক্রিয়া আরও সহজ করবে। ফেসবুকের নতুন এই কনটেন্ট মনিটাইজেশন বিটা প্রোগ্রাম বর্তমানে ইনভাইট-অনলি ভিত্তিতে চালু করা হয়েছে, যা ২০২৫ সালে আরও বড় পরিসরে উন্মুক্ত হবে। এতে যোগ দেওয়ার জন্য ক্রিয়েটররা একটি পেশাদার ড্যাশবোর্ড ব্যবহার করে তাদের আয়ের পারফরম্যান্স ট্র্যাক করতে পারবেন।

মেটা ঘোষণা করেছে যে, তারা এক মিলিয়নেরও বেশি ক্রিয়েটরকে প্রাথমিকভাবে এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করবে এবং ভবিষ্যতে আরও অনেক ক্রিয়েটর এই প্রোগ্রামে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

এই নতুন প্রোগ্রামটি ফেসবুকের আয় বৃদ্ধি এবং ক্রিয়েটরদের আয়ের সুযোগ বাড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, বিশেষ করে এমন সময় যখন ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টিকটকের মত প্ল্যাটফর্মগুলো ক্রিয়েটরদের জন্য শক্তিশালী মনিটাইজেশন পদ্ধতি অফার করছে।

পরিবর্তনগুলোর মধ্যে ইন-স্ট্রিম এবং রিলস অ্যাডগুলোর পারফরম্যান্স ভিত্তিক বোনাসগুলো আরও স্থায়ী করা হবে এবং বিভিন্ন কনটেন্টে উপার্জনের সুযোগ আরও সহজতর হবে।

এছাড়া পারফরম্যান্স বোনাস প্রোগ্রামের মাসিক সীমা তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে ক্রিয়েটররা বেশি আয়ের সুযোগ পায়। এসব উদ্যোগ মেটার লক্ষ্য পূরণে সহায়ক হবে, যার মাধ্যমে ক্রিয়েটরদের আরও বেশি সক্রিয় করা সম্ভব হবে এবং অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় শক্তিশালী অবস্থানে থাকতে পারবে।

এছাড়া এআই সুবিধা তো রয়েছেই। যা ব্যবহারকারীদের আরও নতুন ধরনের কনটেন্ট বানাতে সাহায্য করবে। ফলে কনটেন্টে আসবে নতুনত্ব। যাতে আয়ও বাড়বে ব্যবহারকারীদের।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button