পর্তুগালে পর্দা উঠল বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সম্মেলনের
পর্তুগালের রাজধানী লিসবনে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট ২০২৪-এর যাত্রা শুরু হলো।
১১ নভেম্বর বিকাল পাঁচটায় রাজধানীর সবচেয়ে বড় সম্মেলন কেন্দ্র আল্টিস এরিনাতে ২০ হাজার দর্শকের সর্বোচ্চ ধারণক্ষমতা নিয়ে সম্মেলনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
প্রতিটি সংস্করণে প্রযুক্তি খাতের এ আয়োজনটি প্রতিনিয়ত জনপ্রিয়তা পাচ্ছে স্টার্টআপ, বিনিয়োগকারী, বক্তা, মিডিয়াকর্মীসহ অংশগ্রহণকারীদের সংখ্যা পূর্বের আসরকে অতিক্রম করে প্রতি বছর রেকর্ড গড়ছে। শুধু তাই নয়, উদ্বোধনী অনুষ্ঠানে সব অংশগ্রহণকারীকে সেন্টার স্টেজে জায়গা দেওয়া সম্ভব হয়নি।
সম্মেলনটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগদেন পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো,ওয়েব সামিটের সিইও এবং ফাউন্ডার প্যাডি কসগ্ৰ্যাব সহ লিজবন সিটি মেয়র কারলোস মোয়দা। প্রথমবারের মতো এই আয়োজনে আসতে পেরে পর্তুগিজ প্রধানমন্ত্রী বলেন তথ্য প্রযুক্তির এই আয়োজনের যুক্ত হতে পেরে আমরা অভিভূত। তিনি প্রযুক্তির ব্যবহারে পর্তুগালের নতুন পরিকল্পনা তুলে ধরেন। একই সাথে সাথে ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন।
পূর্বের আসরের মতো এবারের আসরেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এডভান্স অ্যাপ্লিকেশন কাজে লাগিয়ে ফাইনান্সিয়াল টেকনোলজি, ডিজিটাল মুদ্রার ব্লকচেইন, ডিজিটাল হেলথ বায়োটেকনোলজিসহ পরিবেশ রক্ষায় প্রযুক্তির ইনোভেশনের বিষয়গুলোকে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
এই আসরে তিন হাজারেরও বেশি স্টাটআপ, এক হাজারের বেশি বিনিয়োগকারী, তিনশত এর বেশি অংশীদার, এক হাজার জন বক্তা, ১৬০টিরও বেশি দেশের ৭০ হাজার অংশগ্রহণকারী এবং বিশ্বের জনপ্রিয় গণমাধ্যমের প্রায় দুই হাজার গণমাধ্যম কর্মী এতে যুক্ত হয়েছেন।
উক্ত প্রযুক্তি সম্মেলনে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশি কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান অংশগ্রহণ করার খবর পাওয়া যায়নি; তবে বেশ কয়েকজন অংশগ্রহণকারী এবং ঢাকা পোস্টসহ বাংলাদেশের বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী এতে অংশগ্রহণ করেছেন। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রযুক্তি সম্মেলনটি।