Uncategorized

পশ্চিমবঙ্গে সহিংসতায় একজন ছাড়া নিহত সবাই সংখ্যালঘু কেন : প্রশ্ন বিজেপি নেতার

https://www.dailynayadiganta.com/resources/img/article/202306/757323_141.jpg

পশ্চিমবঙ্গে সহিংসতায় একজন ছাড়া নিহত সবাই সংখ্যালঘু কেন : প্রশ্ন বিজেপি নেতার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্বেই ভয়াবহ সহিংসতা দেখা দিয়েছে। ভাঙড় থেকে মুর্শিদাবাদ- একের পর এক গুলি বোমার আওয়াজ পাওয়া গেছে। বিরোধীদের দাবি প্রাণও গিয়েছে একাধিক। এবার এনিয়ে বিস্ফোরক টুইট করলেন রাজ্যের বিরোধী তথা বিজেপি দলনেতা।

মমতা ব্যানার্জিকে ট্যাগ করে তিনি লিখেছেন, পাপচক্র ও মিথ্য়ে এনআরসির প্ররোচনা দেয়ার ফলাফল।

দেখুন সেই তালিকা যারা পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্বে মারা গিয়েছেন তাদের মধ্য়ে একজন বাদে সকলেই সংখ্যালঘু সম্প্রদায়ের।

তাদের নামও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন

১) মুর্শিদাবাদের খড়গ্রামে ফুলচাঁদ শেখ

২) দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের সেলিম মোল্লা

৩) দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মহিউদ্দিন মোল্লা

৪)দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের রশিদ মোল্লা

৫) মুর্শিদাবাদের নবগ্রামের মোজাম্মেল শেখ

৬) মালদার সুজাপুরের মুস্তাফা শেখ

৭) কোচবিহারের দিনহাটার শম্ভু দাস

৮) উত্তরদিনাজপুরের চোপড়ার মনসুর আলম।

শুভেন্দু লিখেছেন, এই মৃত্য বাড়তে পারে বলে অসমর্থিত সূত্রে খবর। অনেকে মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি।

বিজেপি নেতা বলেছেন, তার (মমতা বন্দ্যোপাধ্য়ায়) গেমপ্ল্যানটা ছিল ওই সম্প্রদায়কে অস্ত্র হিসাবে ব্যবহার করা। কারণ গত বিধানসভায় তাদের থেকে ৯১ শতাংশ তার হয়ে ভোট দিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে তারা বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় তাদের বোকা বানাচ্ছেন। এখন তারা তৃণমূলের সাম্প্রদায়িত রাজনীতি থেকে বেরিয়ে আসছেন। কারণ তারা বুঝতে পারছেন টিএমসি তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

এখন মাইনরিটিদের নিজেদের মধ্যে লড়িয়ে দেয়া হয়েছে। এই রক্তাক্ত পরিস্থিতির জন্য মমতা ও রাজীব সিনহা দায়ী, লিখেছেন শুভেন্দু অধিকারী।

তবে এই তালিকার সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস। এক নেটনাগরিক শুভেন্দুকে নিশানা করে লিখেছেন, ভোট এলেই আপনার কেন মুসলিমদের কথা মনে পড়ে? অপর একজন লিখেছেন ওদের প্রতি দরদ দেখানোর দরকার নেই। ওরা আপনাদের ভোট দেয় না। কোনো দিন দেবেও না। বরং যারা আপনাদের ভোটের তাদের জন্য কিছু করুন।

অপর একজন লিখেছেন, ভোট ওরা আপনাকে দেবে না, আপনি সেটা জানেন, হয়তো অন্য কিছু রণনীতি করছেন।

Show More

One Comment

  1. Hey just wanted to give you a brief heads up and let you know a
    few of the pictures aren’t loading correctly. I’m not sure why but I think
    its a linking issue. I’ve tried it in two different browsers and both show the same
    outcome.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button