International

পাকিস্তানের কুররামে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩২

পাকিস্তানের উত্তর-পশ্চিমে সুন্নি ও শিয়া মুসলিম গোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কুররামে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেখানে কারফিউ জারি করা হয়েছে এবং মোবাইল সার্ভিস বন্ধ রয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) এ খবর দিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এদিন খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় এ সহিংসতার ঘটনা ঘটে। কয়েকদিন আগে একই এলাকায় একটি গাড়ি বহরে ভয়াবহ হামলায় অসংখ্য মানুষ নিহত হওয়ার পর এই ঘটনা ঘটল।  

নাম প্রকাশ না করার শর্তে একটি বার্তা সংস্থার সঙ্গে কথা বলার সময় একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা জানান, সবশেষ এই হামলার ঘটনায় নিহতদের মধ্যে ১৪ জন সুন্নি ও ১৮ জন শিয়া মুসলিম। এ ঘটনায় ৪৭ জন আহত হয়েছেন বলেও জানান ওই কর্মকর্তা।

এ ঘটনার পর অধিবাসীরা অভিযোগ করেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের অক্ষমতার কারণে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বলেও জানান তারা।

আফগানিস্তানের সীমান্তবর্তী পার্বত্য খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে সহিংসতায় সাম্প্রতিক মাসগুলোতে অন্তত ১৫০ জন নিহত হয়েছে।
 
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বন্দুকধারীরা কুররামে পুলিশের এসকর্ট দেয়া শিয়া মুসলমানদের দুটি আলাদা কনভয়কে লক্ষ্য করে গুলি চালায়, এতে ৪০ জনেরও বেশি নিহত হন। 
 
এরপর শুক্রবার সন্ধ্যায় শিয়া মুসলমানদের একটি দল কুররাম জেলার বাগান বাজারসহ সুন্নি অবস্থানগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করে।

গুলি চালানোর পর তারা একটি মার্কেটে আগুন ধরিয়ে দেয় এবং কাছাকাছি বাড়িঘরে ঢুকে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। প্রাথমিক প্রতিবেদনে ৩০০ টিরও বেশি দোকান এবং ১০০টিরও বেশি বাড়িঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button