International

পাকিস্তানে সেনাবাহিনীর পছন্দে সরকার হচ্ছে: মাওলানা ফজলুর রেহমান

পাকিস্তানে সেনাবাহিনীর পছন্দের ব্যক্তিদের নিয়ে সরকার গঠিত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জমিয়ত ওলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রেহমান। তিনি বলেছেন, সেনাবাহিনীর পছন্দে সরকার গঠিত হলে তা টিকবে না। সেই সরকারের পতন হবে।

মঙ্গলবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জেইউআইএফ প্রধান। তিনি বলেন, ‘সেনাবাহিনী নিজেদের পছন্দসই ব্যক্তিদের নিয়ে জাতীয় পরিষদ চায়। নির্বাচনের আগেই আমাদের কাছে খবর ছিল জেইউআইএফকে এবার কম আসন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভোট গ্রহণের সময় ভোটকেন্দ্রে নানাভাবে জালিয়াতি হয়েছে।’

সংবাদ সম্মেলনে ফজলুর রেহমানের সঙ্গে আরও কয়েকটি দলের নেতারা ছিলেন। সেখানে ফজলুর রহমান বলেন, ‘তারা দেশ পরিচালনা করতে পারবে না এবং এই পদ্ধতি ধসে পড়বে। বর্তমানে যাঁরা এই পদ্ধতির সঙ্গে যুক্ত রয়েছেন, আগামী দিনে এ জন্য তাঁদের চোখের জল ফেলতে হবে।’

২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জালিয়াতির কোনো পার্থক্য নেই বলে মনে করেন মাওলানা ফজলুর। তাঁর মতে, জনপ্রতিনিধিদের ‘সেনাবাহিনীর প্রতিনিধি’ হওয়া উচিত নয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button