Science & Tech

পানির নিচে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায় এই দুটি স্মার্টফোনে

বাংলাদেশের বাজারে রেনো১৩ সিরিজের নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে অপো বাংলাদেশ। ‘অপো রেনো১৩ ৫জি’ এবং ‘অপো রেনো১৩ এফ’ মডেলের ফোন দুটিতে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির প্রযুক্তি থাকায় পানির ২ মিটার নিচে ৩০ মিনিট পর্যন্ত ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোন দুটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম’ ও ‘এআই লাইভফটো’ সুবিধা থাকায় ছবি তোলা বা ভিডিও ধারণের সময় স্বয়ংক্রিয়ভাবে ফোকাস, রং এবং কনট্রাস্ট সমন্বয় হয়ে যায়। ফলে ব্যবহারকারীরা তাঁদের পছন্দের মুহূর্তকে নিখুঁতভাবে ক্যামেরাবন্দী করতে পারেন।

রেনো১৩ ৫জি মডেলের ৬.৫৯ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে সহজেই উন্নত রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়। ১২ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে ৫ হাজার ৬০০ এমএএইচ ব্যাটারি থাকায় চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। সাদা ও নীল রঙে বাজারে আসা ফোনটির দাম ধরা হয়েছে ৬৯ হাজার ৯৯০ টাকা।

৬.৬৭ ইঞ্চি পর্দাযুক্ত রেনো১৩ এফ মডেলের ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর পাশাপাশি ৫ হাজার ৮০০এমএএইচ ব্যাটারি থাকায় এক চার্জে দীর্ঘসময় ব্যবহার করা যায়। পাশাপাশি ৪৫ ওয়াটের সুপারভুক চার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা সম্ভব। ৮ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ৩৪ হাজার ৯৯০ টাকা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button