Trending

পানি সংকটে ঝুঁকিতে বিশ্বের অর্ধেক খাদ্য উৎপাদন: প্রতিবেদন

আগামী ২৫ বছরের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি খাদ্য উৎপাদন ঝুঁকির মুখে পড়তে পারে। পানি সংকট নিরসনে নিষ্ক্রিয়তার কারণেই ২০৫০ সালে এ সমস্যা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। গতকাল বৃহস্পতিবার গ্লোবাল কমিশন অন দি ইকোনমিকস অব ওয়াটারের (জিসিইডব্লিউ) একটি প্রতিবেদন প্রকাশ পায়।
 
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০০ কোটি মানুষ এবং বিশ্বের অর্ধেকের বেশি খাদ্য উৎপাদন হয় এখন এমন এলাকায়, যেখানে পানির মোট মজুত কমছে বলে ধারণা করা হচ্ছে। পানি সংকটের কারণে ২০৫০ সালের মধ্যে উচ্চ আয়ের দেশগুলোর মোট দেশজ উৎপাদন (জিডিপি) গড়ে ৮ শতাংশ এবং নিম্ন আয়ের দেশগুলোর জিডিপি ১৫ শতাংশের বেশি কমে যেতে পারে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পানিচক্রে ব্যাঘাতের বড় ধরনের বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এবং তাপমাত্রার ক্রমবৃদ্ধির সম্মিলিত প্রভাব, সেই সঙ্গে পানির মোট মজুত হ্রাস এবং বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার অভাবের ফলে অর্থনৈতিক পতন ঘটতে পারে। এ সংকট মোকাবিলায় পানিচক্রকে ‘বিশ্বের সাধারণ স্বার্থ’ হিসেবে দেখার আহ্বান জানানো হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button