পূর্ণ হলো ট্রাম্পের নতুন মন্ত্রিসভা
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে এরই মধ্যে নিজের নতুন প্রশাসনের মনোয়নের কাজ শেষ করেছেন। সবশেষ রবিবার যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী হিসেবে ট্রাম্প তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্সকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে ১৫ সদস্যের নতুন মন্ত্রিসভা পূর্ণ করেছেন। ১৫ জন নতুন-পুরনো রিপাবলিকান সমর্থক এবং অনুগতদের নিয়ে ট্রাম্প মন্ত্রিসভার সদস্য বাছাই পর্ব শেষ করেছেন। খবর সিএনএনের।
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন ট্রাম্প। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে ব্রুক আমেরিকান কৃষকদের সুরক্ষা প্রচেষ্টার নেতৃত্ব দেবেন। থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রোলিন্স বহু বছর ধরেই ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। ট্রাম্পের প্রথম মেয়াদে অফিস অব আমেরিকান ইনোভেশনের পরিচালক ছিলেন তিনি। এ ছাড়া রলিন্স হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে কৃষি উন্নয়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে আইনজীবী হিসেবে কাজ করেন।
সিনেটের অনুমোদনের পর কৃষিমন্ত্রী হিসেবে রলিন্স খামারের ভর্তুকি, কেন্দ্রীয় সরকারের পুষ্টি কর্মসূচি এবং দেশের খামার, খাদ্য ও বনজ শিল্পের অন্য দিকগুলোর দেখভাল করবেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মধ্যে বাণিজ্য চুক্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। রলিন্সকে মনোনয়নের মধ্য দিয়ে ট্রাম্পের মন্ত্রিসভার মনোনয়ন শেষ হয়েছে। তবে ১৫ জন সদস্যকে ট্রাম্প মনোনয়ন দিলেও সবার নিয়োগ চূড়ান্ত হতে সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। এবার সিনেটে রিপাবলিকান সদস্যরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ১৫ জন সদস্যরই অনুমোদন পাওয়ার সম্ভাবনা বেশি। তবে ট্রাম্প মন্ত্রিসভার বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদেই অভিজ্ঞতা যাচাই না করে কেবল তার অনুগতদের মনোনয়ন দিয়েছেন।