পৃথিবীর পাশ দিয়ে বিশাল এক গ্রহাণু ছুটে যাবে আজ

পৃথিবীর খুব কাছ দিয়ে আজ শুক্রবার ছুটে যাবে বিশাল আকৃতির গ্রহাণু ‘২০০৫ ভিও৫’। প্রায় ১ হাজার ২০০ ফুট লম্বা গ্রহাণুটি কাছাকাছি এলেও পৃথিবীর সঙ্গে সংঘর্ষের আশঙ্কা কম। এরপরও আকারে বড় হওয়ায় গ্রহাণুটির ওপর নজর রাখছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। আজ শুক্রবারের মধ্যেই পৃথিবীর সীমারেখা অতিক্রম করবে গ্রহাণুটি।
নাসার তথ্যমতে, বিশাল গ্রহাণুটি ঘণ্টায় ৩২ হাজার মাইলের বেশি গতিতে ছুটে চলছে মহাকাশে। গতি বেশি থাকলেও গ্রহাণুটি প্রায় ৩৭ লাখ ৮০ হাজার কিলোমিটার দূর থেকে পৃথিবীকে অতিক্রম করবে। এই দূরত্বকে তুলনামূলকভাবে কাছাকাছি বলে মনে করা হয়। তাই নৈকট্যের কারণে গ্রহাণুটির বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে।
২০০৫ ভিও৫ গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি থাকা অ্যাটেন গ্রহাণু গ্রুপের অন্তর্গত। এ ধরনের গ্রহাণুর কক্ষপথ প্রায়ই পৃথিবীর পাশ দিয়ে চলে যায়। তাই গ্রহাণুটি পৃথিবীতে আঘাত না হানলেও কাছাকাছি আসার কারণে সেটি পর্যবেক্ষণের বড় সুযোগ পাওয়া যাবে।
গ্রহাণু কতটা ভয়ানক হতে পারে, তা নির্ভর করে তার আকার ও গতির ওপর। ছোট গ্রহাণু বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে যায়, উল্কাপাতের সৃষ্টি করে। আকারে বড় গ্রহাণু কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। এসব গ্রহাণু ভূপৃষ্ঠে আঘাত হানলে বিশাল গর্ত তৈরি করে ও ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে।