প্রজন্মের এআই পিসি উন্মোচন
নতুন মডেলের ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট। নতুন বছরে নতুন প্রজন্মের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই পিসি লাইনআপ সামনে আসছে। সর্বাধুনিক এআই এজেন্ট জিম্যাট, যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে সহজ করবে।
সুপরিচিত প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট যুক্তরাষ্ট্রে কনজ্যুমার প্রদর্শনীতে (সিইএস) আগামী প্রজন্মের এআই পিসি লাইনআপ প্রদর্শন করেছে।
জানা গেছে, নতুন লাইনআপে আছে গেমিং, সৃষ্টিশীলতা ও উৎপাদনের ক্ষেত্রে প্রত্যাশিত পারফরম্যান্স। বিশেষ বৈশিষ্ট্য এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ জিপিইউ, এএমডি রাইজেন এআই, ইন্টেল এনপিইউ ও মাইক্রোসফট কপিলট সমন্বিত এআই প্রযুক্তি। নির্মাতারা জানান, অরাস মাস্টার, অ্যারো ও গিগাবাইট গেমিং সিরিজের সবক’টি ল্যাপটপে উইন্ডফোর্স কুলিং, উন্নত টাইপিং অভিজ্ঞতা ও মাইক্রোসফটের এআই ফিচার যুক্ত করা হয়েছে। বিশেষত, অরাস মাস্টার সিরিজ ১৮ ইঞ্চি মিনি-এলইডি ডিসপ্লে, ইনটেল কোর আলট্রা ৯ প্রসেসর ও আরটিএক্স ৫০৯০ জিপিইউর সমন্বয়ে গেমারদের পরিষেবা নিশ্চিত করবে।
ওজন ১ দশমিক ৯ কেজি। গড়নে ১৬ দশিমক ৭ মিলিমিটার পাতলা। অ্যারো এক্স-১৬ দীর্ঘ ব্যাটারি লাইফ ও বহনযোগ্যতার সঙ্গে মাল্টিটাস্কিং পরিষেবায় কাজ করবে। ডলবি অ্যাটমস
সমৃদ্ধ সাউন্ড সিস্টেম প্রতিটি মডেলে সিনেমাটিক অভিজ্ঞতা নিশ্চিত করে।