International

প্রথমবার যুক্তরাষ্ট্রে তৈরি এফ–১৬ যুদ্ধবিমান পেয়েছে ইউক্রেন: জেলেনস্কি

যুক্তরাষ্ট্রে তৈরি এফ–১৬ যুদ্ধবিমান পেয়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে তৈরি এফ–১৬ যুদ্ধবিমান পেল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, ‘এফ–১৬ এখন ইউক্রেনে। আমরা এটা পেয়েছি।’

ইউক্রেনের অজ্ঞাত একটি বিমানঘাঁটিতে দাঁড়িয়ে দেশটির প্রেসিডেন্ট এসব কথা বলেন। ওই সময় জেলেনস্কির পাশে দুটি এফ–১৬ যুদ্ধবিমান দেখা যায়।

ইউক্রেনের রাষ্ট্রপ্রধান মিত্রদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের এমন আরও যুদ্ধবিমান প্রয়োজন।

সোভিয়েত আমলের পুরোনো যুদ্ধবিমান দিয়ে রাশিয়ার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের বিমানবাহিনী। এখন যুক্তরাষ্ট্রে তৈরি এফ–১৬ যুদ্ধবিমান বহরে যুক্ত হওয়া ইউক্রেনের বিমানবাহিনীর সক্ষমতা আরও জোরদার হলো বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আগামী মাসগুলোয় ইউক্রেনের বহরে আরও কয়েকটি এফ–১৬ যুদ্ধবিমান যুক্ত হতে পারে বলে প্রত্যাশা করছে দেশটি। তবে জেলেনস্কি এটাও স্বীকার করেছেন যে এফ–১৬ যুদ্ধবিমান চালানোর মতো যথেষ্ট প্রশিক্ষিত পাইলট এখনো তাঁদের নেই।

এফ–১৬ যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি। বিশ্বব্যাপী যুদ্ধক্ষেত্রে এই যুদ্ধবিমান বেশ পরীক্ষিত।

ডেনমার্ক ইউক্রেনকে ১৯টি এফ–১৬ দেবে বলে জানিয়েছিল। দেশটিতে আরও ২৪টি এফ-১৬ যুদ্ধবিমান পৌঁছানোর কথা রয়েছে নেদারল্যান্ডস থেকে। এর বাইরে নরওয়ে প্রতিশ্রুতি দিয়েছে ছয়টি এফ–১৬ দেওয়ার। এই যুদ্ধবিমান চালানোর জন্য বেশ কয়েক মাস ধরে পশ্চিমা মিত্রদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন ইউক্রেনের পাইলটরা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button