প্রথম পর্যবেক্ষণ উপগ্রহ মহাকাশে পাঠালো পাকিস্তান
নিজেদের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। চীনের উত্তরাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে এর যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের মহাকাশ সংস্থা।
‘চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশন’ এক বিবৃতিতে জানিয়েছে, চীনের ‘লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেট’টি পাকিস্তানের ‘পিআরএসসি-ইও১’কে নিয়ে কক্ষপথে গিয়েছে। পিআরএসসি-ইও১’ উপগ্রহটি ‘ইলেক্ট্রো-অপটিক্যাল’ সেন্সর ব্যবহার করে তৈরি করা হয়ছে। এই সেন্সরের সাহায্যে পৃথিবী থেকে প্রতিফলিত সূর্যের আলো শনাক্ত এবং পরিমাপ করে ভূপৃষ্ঠের তথ্য এবং ছবি সংগ্রহ করে এই ধরনের উপগ্রহগুলো।
পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন (সুপারকো) এক বিবৃতিতে জানিয়েছে, সদ্য মহাকাশে পাঠানো উপগ্রহটি প্রাকৃতিক সম্পদের নিরীক্ষণ এবং ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলা এবং নগর পরিকল্পনা ও কৃষি উন্নয়নে সাহায্য করবে। দেশীয় পদ্ধতিতে তৈরি উপগ্রহ মহাকাশে পাঠানো নিয়ে যারপরনাই খুশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
আনন্দ প্রকাশ করে তিনি বলেন, “সুপারকোর নেতৃত্বে পুরো বিষয়টা সম্ভব হয়েছে। বিষয়টি মহাকাশবিজ্ঞান এবং প্রযুক্তিতে আমাদের দেশের ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন।”
সুপারকো জানিয়েছে, পাকিস্তানে দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি এবং নগর পরিকল্পনা উন্নত করতে সাহায্য করবে ‘পিআরএসসি-ইও১’ উপগ্রহটি। উপগ্রহটির ‘মহৎ’ উদ্দেশ্য তুলে ধরে দেশের উন্নয়নে সেটির ভূমিকার উপরও জোর দিয়েছে পাকিস্তান।
চীন গত কয়েক বছরে পাকিস্তানের জন্য স্যাটেলাইট উৎক্ষেপণ করছে মহাকাশের ক্ষেত্রে তাদের জোটকে প্রসারিত করে। গত বছর চীন পাকিস্তানের জন্য একটি মাল্টি-মিশন কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। ২০১৮ সালে চীন কক্ষপথে দুটি পাকিস্তান স্যাটেলাইট পাঠিয়েছিল। PRSS-1, পাকিস্তানের প্রথম অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট, এবং PakTES-1A, একটি ছোট পর্যবেক্ষণ স্যাটেলাইট। যদিও পুরো বিষয়টিকে অনেকেই ভালো চোখে দেখছে না। বিশেষজ্ঞদের একাংশের দাবি, এটা ভুললে চলবে না যে পাকিস্তানের উপগ্রহটি চীন থেকে উৎক্ষেপণ হয়েছে। এই চীনের বিরুদ্ধে বারবার উপগ্রহের মাধ্যমে নজরদারি চালানোর অভিযোগ উঠেছে।