প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু আজ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ ফের সংলাপ শুরু করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এটি হবে তৃতীয় দফা সংলাপ। সর্বশেষ গত ৩১ আগস্ট আলোচনা করেন ড. ইউনূস।
আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ সংলাপ শুরু হবে।
এর আগে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এতে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এ ছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে।
কতক্ষণ সংলাপ হবে বা একদিনেই সবার সঙ্গে সংলাপ হবে কিনা- এমন প্রশ্নে তিনি জানান, এটি একটি চলমান প্রক্রিয়া। আলোচনার দিনই সংলাপের সময় বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।