প্রাইভেটকারে আগুন, পুড়ে মারা গেল ৪ ভারতীয়
যুক্তরাষ্ট্রে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারে আগুন লেগে চার ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। ঘটনায় পুড়ে ঝলসে গিয়েছে তাদের দেহ। তাদের পরিচয় শনাক্ত করার জন্য করতে হয়েছে ডিএনএ পরীক্ষাও। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসে।
নিহতরা হলেন- দর্শিনী বাসুদেবন, আরিয়ান রঘুনাথ, ফারুক শেখ এবং লোকেশ পালচালা। নিহতরা সকলেই ভারতীয়।
এনডিটিভির খবরে বলা হয়, একটি গাড়ি ভাড়া দেওয়ার সংস্থা থেকে তাদের আলাপ। গত শনিবার সকলে মিলে একটি এসইউভি গাড়ি ভাড়া করেছিলেন তারা। যাচ্ছিলেন আলাদা আলাদা গন্তব্যে। হঠাৎ পিছন থেকে তাদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে আশপাশের আরও চারটি গাড়িতে ধাক্কা মারে গাড়িটি। এর পরেই আগুন ধরে যায় এসইউভিটিতে। পুড়ে ঝলসে যান ভিতরে থাকা যাত্রীরা।
তবে প্রাথমিকভাবে তাদের শনাক্ত করা যায়নি। তিন দিন আগে দর্শিনীর বাবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ট্যাগ করে সামাজিক মাধ্যমে লেখেন, তার আমেরিকা-প্রবাসী মেয়ে নিখোঁজ। শনিবার বিকেলের পর থেকেই মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। এর পরেই দর্শিনীসহ আরও তিন প্রবাসী ভারতীয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।