Science & Tech

প্রাচীন বসতি আবিষ্কার

প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রায় ৪২ মাইল উত্তর-পূর্বে একটি পর্যটন গন্তব্য আল-সিনিয়া দ্বীপে প্রাচীন বসতি আবিষ্কার করেছেন। প্রাচীন এসব বসতি এ অঞ্চলের প্রাথমিক ইতিহাসের একটি অন্তর্দৃষ্টি প্রদান করে।

প্রতিবেদনে এমিরাতি পর্যটন ও প্রত্নতত্ত্ব বিভাগের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গত বছরের মার্চ মাসে খননকার্যের মাধ্যমে জনবসতিগুলো আবিষ্কৃত হয়। তারপরে দেখা গেছে, সেখানে একটি প্রাচীন মুক্তা শহর বিদ্যমান ছিল। প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করেন যে, সাইটটি সম্ভবত ৪র্থ শতাব্দীর, অন্তত ১৬শ’ বছরের পুরনো।

তিনি বলেন, মেসোপটেমিয়া থেকে আমদানি করা বেশ কয়েকটি বড় জারও ওই স্থানে আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে দুটিতে ১ম থেকে ৪র্থ শতাব্দীর আরামাইক শিলালিপি রয়েছে। তিনি আরো বলেন যে, এসব ধ্বংসাবশেষ হারানো শহর তুয়ামের অন্তর্গত হতে পারে, কারণ তদন্তের ফলাফল ইতিহাসে শহরটির তথ্যের সাথে মিলেছে।
প্রাচীন এই শহরটিকে কি মুক্তার শহর বলা হত?
প্রকৃতপক্ষে, ইংরেজি শব্দ ‘পার্লিং’ বলতে বোঝায় সমুদ্রের প্রাণী এবং মুক্তার সন্ধান যা হাজার হাজার বছর ধরে এই অঞ্চলের সংস্কৃতির অংশ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button