Bangladesh

প্রায় ৬ বছর পর অপরাধ পরিসংখ্যান প্রকাশ করেছে পুলিশ

সূত্র জানায়, প্রাক্তন আইজিপি জাভেদ পাটোয়ারির আমলে উচ্চ ও মধ্যম পর্যায়ের কিছু কর্মকর্তার সুপারিশে পুলিশের ওয়েবসাইটে অপরাধ পরিসংখ্যান আপলোড ও প্রকাশ বন্ধ করা হয়েছিল।

বাংলাদেশ পুলিশ প্রায় ছয় বছর পর প্রথমবারের মতো মাসিক ও বার্ষিক অপরাধ পরিসংখ্যান প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নবনিযুক্ত আইজিপি বাহারুল আলমের প্রথম প্রেস ব্রিফিংয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তার কাছে জানতে চেয়েছিল, প্রতিবেশী নেপাল ও ভুটান নিয়মিত অপরাধের মাসিক বা বার্ষিক পরিসংখ্যান প্রকাশ করলেও বাংলাদেশ পুলিশ কেন করে না।

এ সময় অন্যান্য সাংবাদিকরাও বিষয়টি উত্থাপন করেন এবং এ বিষয়ে পুলিশ প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন।

কয়েক মিনিট পর আইজিপি জানান, তিনি অপরাধ পরিসংখ্যান ওয়েবসাইটে প্রকাশ করতে কোনো অসুবিধা দেখছেন না।

‘অপরাধ পরিসংখ্যান জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়া উচিত, তবে [পুলিশের] বিশেষ শাখার তথ্য নয়। তাই, এ ধরনের তথ্য প্রকাশে আমার কোনো আপত্তি নেই। আশা করছি, শিগগিরই এটি প্রকাশ করা হবে,’ তিনি বলেন।

প্রেস ব্রিফিংয়ের কয়েক ঘণ্টা পর পুলিশ সদর দফতর সাংবাদিকদের এক ক্ষুদেবার্তায় জানায়, ২০১৯ সালের জানুয়ারি থেকে এ বছরের আগস্ট পর্যন্ত মাসিক ও বার্ষিক অপরাধ পরিসংখ্যান তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সূত্র জানায়, প্রাক্তন আইজিপি জাভেদ পাটোয়ারির আমলে উচ্চ ও মধ্যম পর্যায়ের কিছু কর্মকর্তার সুপারিশে পুলিশের ওয়েবসাইটে অপরাধ পরিসংখ্যান আপলোড ও প্রকাশ বন্ধ করা হয়েছিল।

এ বিষয়ে প্রাক্তন আইজিপি জাভেদ পাটোয়ারির মন্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাকে পাওয়া যায়নি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button