প্রিয়াঙ্কা লড়লে ২-৩ লাখ ভোটে হারতেন মোদি: রাহুল গান্ধী
উত্তরপ্রদেশের বারাণসী আসনে নির্বাচনে লড়লে নরেন্দ্র মোদিকে ২ থেকে ৩ লাখ ভোটের ব্যবধানে পরাজিত করতেন প্রিয়াঙ্কা গান্ধী। ভারতে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচন নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এ কথা বলেছেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য হিন্দু।
গান্ধী পরিবারের বিরুদ্ধে ‘পরিবারতন্ত্র’ নিয়ে মোদির সমালোচনার জবাবেও পাল্টা আক্রমণ করেছেন রাহুল। মোদি সরকারের নতুন মন্ত্রিসভায় ২০ জন নেতা-মন্ত্রীর ছেলেকে মন্ত্রী করার দিকে আঙুল তুলে রাহুল কটাক্ষ করে বলেছেন, কথায় ও কাজে ফারাকের নামই নরেন্দ্র মোদি।
মূলত লোকসভা ভোটে রায়বেরেলিতে রাহুল গান্ধীর জয় ও আমেথিতে স্মৃতি ইরানিকে হারিয়ে কংগ্রেসের কিশোরীলাল শর্মার জয়ের জন্য দুই লোকসভা আসনের মানুষকে ধন্যবাদ জানাতে মঙ্গলবার রাহুল ও প্রিয়াঙ্কা রায়বেরেলিতে গিয়েছিলেন। আর বুধবার রাহুল কেরালায় তাঁর প্রথম সফরে গিয়ে মালাপ্পুরম জেলায় একটি রোড শো করেছেন এবং ওয়ানাডের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।
রায়বেরেলি ও ওয়েনাড দুই লোকসভা আসন থেকে জেতার পরে রাহুল কোনটি নিজের হাতে রাখবেন, আর কোনটি ছেড়ে দেবেন, তা এখনও স্পষ্ট করেননি। এর মধ্যে রাহুল যে আসন থেকে পদত্যাগ করবেন, সেখানকার উপনির্বাচনে প্রিয়াঙ্কাকে প্রার্থী করা হতে পারে বলে কংগ্রেস শিবিরে জল্পনা চলছে।
এদিকে আরএসএসপ্রধান মুখ খোলায় ‘অস্বস্তিতে’ পড়েছে বিজেপি। সরকারকে স্থিতিশীল করতে গেলে মোদিকে সবার সঙ্গেই চলতে হবে। ঐকমত্যের ওপর জোর দিতে হবে। এমন মন্তব্যে মোদির সেই কর্তৃত্ববাদী আচরণের প্রতিই ইঙ্গিত করেন আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ) প্রধান মোহন ভাগবত। বিরোধীদের সুরে আরএসএসপ্রধান মোহন ভাগবত মুখ খোলায় প্রবল অস্বস্তিতে পড়েছে বিজেপি।
অন্যদিকে, ভারতের অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার শপথ নিয়েছেন এন চন্দ্রবাবু নাইডু। ২০১৯ সালের নির্বাচনে অন্ধ্রপ্রদেশে ভরাডুবি হয়েছিল নাইডুর টিডিপির। তবে পাঁচ বছরের ব্যবধানেই ফের ঘুরে দাঁড়ালেন চন্দ্রবাবু।