Trending

ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর

ফিলিপাইনে আবার জেগে ওঠছে ৩০০ বছর আগে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন নগর। তাপ বৃদ্ধির কারণে তীব্র খরার কবলে পড়েছে ফিলিপাইনের কিছু অংশ। দেশটির একটি গুরুত্বপূর্ণ বাঁধও শুকিয়ে গেছে। আর ওই বাঁধের এলাকায় ওই হারিয়ে যাওয়া নগর জেগে উঠেছে।
১৯৭০ সালে পানি সংরক্ষণের জন্য কৃত্রিম জলাধার তৈরির সময় পান্তাবাঙ্গান নগরটি পানির তলায় তলিয়ে যায়। আবহাওয়া শুষ্ক ও গরম থাকলে এই শহরটি মাঝেমধ্যে জেগে ওঠে। তবে সেটি খুবই বিরল ঘটনা।

বাঁধ দেখাশোনার দায়িত্বে থাকা ফিলিপাইনের সংস্থাটি জানিয়েছে, তলিয়ে যাওয়া শহরটি আগে দৃশ্যমান হয়েছিল, তবে এবারের মতো এতটা দৃশ্যমান আগে কখনো হয়নি।

জানা গেছে জলাধারটির পানির স্বাভাবিক উচ্চতা ২২১ মিটার। তবে এখন পানির স্তর প্রায় ৫০ মিটার নেমে গেছে। ফিলিপাইনের প্রায় অর্ধেক এলাকায় এখন খরা চলছে। অনেক এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button