International

ফিলিস্তিনিদের মাইক্রোসফট অ্যাকাউন্টের বন্ধের অভিযোগ

বিদেশে বসবাসকারী ফিলিস্তিনিদের মাইক্রোসফট ইমেইল অ্যাকাউন্ট বন্ধ করার অভিযোগ করা হচ্ছে। ফিলিস্তিনিদের কোন ধরনের সতর্কতা ছাড়াই ইমেইল অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে বলে জানা গেছে। 

ফিলিস্তিনিদের মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ অনলাইন সেবা ব্যবহারে বাধা তৈরি করা হচ্ছে। এতে ফিলিস্তিনিরা ব্যক্তিগত  ব্যাংক অ্যাকাউন্ট ও প্রয়োজনীয় ইমেইল ব্যবহারের সুযোগ পাচ্ছে না। একই সঙ্গে যুদ্ধ-বিধ্বস্ত গাজায় স্কাইপ সেবা বন্ধ রেখেছে মাইক্রোসফট। এতে বিদেশে থাকা ফিলিস্তিনিরা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার জন্য মাইক্রোসফটের মালিকানাধীন স্কাইপ ব্যবহারের সুযোগ পাচ্ছে না। বিবিসির সূত্রমতে মাইক্রোসফট শর্তাবলি লঙ্ঘনের অভিযোগে এমনটা করছে বলে জানিয়েছে।

বিবিসিকে সৌদি আরবে বসবাসকারী ফিলিস্তিনি ইইয়াদ হ্যামেটো বলেন, মাইক্রোসফট আমার অনলাইনে প্রবেশ সীমিত করেছে। তারা আমার ইমেইল অ্যাকাউন্টটি স্থগিত করেছে। এই ইমেইল ঠিকানা প্রায় ২০ বছর ধরে ব্যবহার করছি। আমার সমস্ত কাজের সঙ্গে যুক্ত ছিল। আবার স্কাইপ ব্যবহার করতে না দেওয়া আমার জন্য বড় কষ্টের। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ইসরায়েলি সামরিক অভিযানের কারণে গাজায় ইন্টারনেট প্রায়শই ব্যাহত বা বন্ধ থাকে। আবার আন্তর্জাতিক মোবাইল কলের ফি খুব ব্যয়বহুল। বিবিসির অনুসন্ধানে জানা যায়, মাইক্রোসফট সন্দেহের কারণে অনেক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।

ফিলিস্তিনের বেসামরিক নাগরিক যাদের কোনো রাজনৈতিক পটভূমি নেই তারাও মাইক্রোসফটের বঞ্চনার শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও অ্যাকাউন্ট বন্ধ নিয়ে মাইক্রোসফট সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ফিলিস্তিনি সালাহ এলসাদিও বিবিসিকে বলেন, এ বছরের এপ্রিল মাসে আমাকে অ্যাকাউন্ট থেকে বের করে দেওয়া হয়। মাইক্রোসফট হটমেইল অ্যাকাউন্টের সঙ্গে আমার সবকিছু যুক্ত। আমি ১৫ বছর ধরে হটমেইল ঠিকানা ব্যবহার করেছি। অ্যাকাউন্ট ফিরে পেতে আমি প্রায় ৫০টি ফর্ম পূরণ করেছি। তাদের অনেকবার কল করেছি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button