Bangladesh

বজ্রপাতে পদ্মা সেতুর টোলস্কেলের মাদারবোর্ডে ত্রুটি, ৩ কিলোমিটার যানজট

পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজায় বজ্রপাতে কারিগরি ত্রুটিতে টোল আদায় বিঘ্নিত হয়েছে। টোলস্কেলে বিদ্যুৎ না থাকায় মঙ্গলবার (৭ মে) সকালে সেতুর মাওয়া প্রান্তে টোল প্রদানের অপেক্ষায় টোলপ্লাজার অভিমুখে এক্সপ্রেসওয়েতে প্রায় ৩ কিলোমিটার যানজট দেখা দেয়। সবচেয়ে বেশি যানবাহন ছিল ট্রাক লেনে।

কারিগরি ত্রুটির বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, রাত ৩ থেকে ৪টার দিকে বজ্রপাত হয়। এতে টোলস্কেলে মাদারবোর্ডে সমস্যা হয়। তবে সকালে সেটি ঠিক করা হয়। ট্রাক লেনে কিছুটা চাপ ছিল। এটি বড় ধরনের কোনো বিষয় নয়।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল হায়দার জানান, সকালের দিকে টোলস্কেলে সাময়িক সমস্যা দেখা দেয়। এতে গাড়ি এসে জমতে থাকে টোলপ্লাজার সামনে। এক থেকে দেড় ঘণ্টার মতো যানজট ছিল। তবে বেলা সাড়ে ১০টার দিকে টোল আদায় শুরু হওয়ায় এখন সড়কের চিত্র স্বাভাবিক।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button