বন্যাকবলিত টেক্সাস সফরে ডোনাল্ড ট্রাম্প

এ বন্যায় এখন পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বহু শিশু রয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত টেক্সাস রাজ্যে পৌঁছেছেন। এ বন্যায় এখন পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বহু শিশু রয়েছে। জরুরি সাড়া ও প্রস্তুতি নিয়ে সমালোচনা বাড়তে থাকায় প্রেসিডেন্ট এই সফরে যান।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রেসিডেন্ট এয়ার ফোর্স ওয়ানে চড়ে মধ্য টেক্সাসের হিল কান্ট্রির কেরভিল শহরের উদ্দেশে যাত্রা করেন। এক সপ্তাহ আগে টানা ভারী বৃষ্টি ও নদীর প্লাবনে ওই অঞ্চলের বহু বাড়ি, ক্যাম্প, যানবাহন এবং মানুষ ভেসে যায়।
কের কাউন্টিতে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৯৬ ছাড়িয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা নিহতদের পরিবারের কয়েকজনের সাথে দেখা করব। এটা এক ভয়ঙ্কর ঘটনা।’
সামার ক্যাম্পের পাঁচ কিশোরীসহ ১৭০ জনের বেশি এখনো নিখোঁজ। উদ্ধারকারী দলগুলো আট দিন ধরে ধ্বংসস্তূপ আর কাদার স্তর খুঁজে চলেছে, যদিও সাম্প্রতিক দিনগুলোতে কোনো জীবিত উদ্ধারের খবর মেলেনি। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও জরুরি বার্তা প্রচারে বিলম্ব নিয়ে ক্ষোভের মধ্যে ট্রাম্প বলেন, ‘ভবিষ্যতে এমন পরিস্থিতি ঠেকাতে অ্যালার্ম বা সতর্কতা ব্যবস্থা স্থাপন করা দরকার।’
এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘স্থানীয় কর্মকর্তারাও এই বিপর্যয়ে হঠাৎ আক্রান্ত হয়েছেন। তারাও প্রস্তুত ছিলেন না।’
এই বন্যা যুক্তরাষ্ট্রে সাম্প্রতিককালের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ।