বয়কটের মুখে পশ্চিমা পণ্যের বিক্রিতে ধস
সম্প্রতি এক সন্ধ্যায়, মিশরের রাজধানী কায়রোতে ক্রেতাশূন্য ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ পরিষ্কার করেন এক কর্মী। শুধু ম্যাকডোনাল্ডস নয়, কায়রোর অন্যান্য পশ্চিমা ফাস্টফুড চেইনের শাখাগুলোও এখন জনশূন্য দেখা গেছে।
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বয়কটের ডাক দেওয়ায় এভাবেই পশ্চিমা পণ্যের বিক্রিতে ধস নেমেছে। বড় পশ্চিমা ব্র্যান্ডগুলো এখন আপাতত মিশর ও জর্ডানে বয়কটের বড় প্রভাব টের পাচ্ছে। এ ছাড়া ধীরে ধীরে বয়কটের প্রভাব ছড়িয়ে পড়ছে কুয়েত এবং মরক্কোসহ অন্যান্য আরব দেশগুলোতে। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে তেমন কোনো প্রভাব পড়েনি।
যেসব ব্র্যান্ডের পণ্য বর্জনের আহ্বান জানানো হয়েছে, সেগুলো মূলত ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে ইসরায়েলের অর্থনৈতিক সম্পর্ক থাকার অভিযোগও রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পণ্যের তালিকা প্রকাশ করে সেগুলো পুরোপুরি বর্জনের আহ্বান জানানো হয়েছে। এতে সাড়া দিয়ে দোকানদাররাও সেসব পণ্য সরিয়ে স্থানীয় পণ্য বিক্রি করছেন।