বসে নেই রিপাবলিকানরা, কেনেডি জুনিয়রের সমর্থন পাচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে শিকাগোতে ডেমোক্রেটিক জাতীয় সম্মেলনের মঞ্চে ডেমোক্র্যাটরা যখন ঝড় তুলছেন, তখন বড় রণের প্রস্তুতি নিতে বসে নেই রিপাবলিকানরাও।
জানা গেছে, বিখ্যাত কেনেডি বংশের প্রতিনিধি রবার্ট এফ কেনেডি জুনিয়র ট্রাম্পকে সমর্থন জানাতে যাচ্ছেন। দ্য নিউইয়র্ক টাইমস পূর্বাভাস দিয়েছে, যুক্তরাষ্ট্রের ফিনিক্সে এক সমাবেশে এ ঘোষণা আসতে পারে। এমনটা হলে ট্রাম্পকে নভেম্বরের নির্বাচনে আরও শক্তিশালী হিসেবে দেখা যাবে।
৬৯ বছর বয়সী রবার্ট এফ কেনেডি জুনিয়র হলেন হত্যাকাণ্ডের শিকার মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডির ছেলে এবং সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা। ডেমোক্রেটিক দলের হয়ে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা পেতে লড়াইয়ে ছিলেন তিনি।
সিএনএনসহ একাধিক মার্কিন গণমাধ্যম বলছে, রবার্ট এফ কেনেডি জুনিয়র প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেবেন। তিনি সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিতে পারেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি এই ঘোষণা দিতে পারেন। বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকলেও এর আগে রবার্ট এফ কেনেডি জুনিয়র ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতা নিশ্চিত করার চেষ্টা করেছিলেন। তবে সেখানে ব্যর্থ হয়ে তিনি স্বতন্ত্র হিসেবে লড়ার সিদ্ধান্ত নেন।
বিভিন্ন জনমত জরিপে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। রয়টার্স ও আইপিএসওএস জরিপে দেখা যাচ্ছে, গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে কমলা ৪২ শতাংশ সমর্থন অর্জন করেছেন। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৩৭ শতাংশ মানুষের সমর্থন।
২ থেকে ৭ আগস্ট পর্যন্ত পেনসিলভানিয়া, উইসকনসিন, মিশিগান, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, অ্যারিজোনা ও নেভাদায় এ জরিপ চালানো হয়। একই রাজ্যগুলোয় এর আগে হওয়া জরিপে ট্রাম্প (৪২ শতাংশ) সমর্থন পেয়ে কমলার (৪০ শতাংশ) চেয়ে এগিয়ে ছিলেন।
২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়ায় হওয়া দ্য নিউইয়র্ক টাইমস ও সায়িনা কলেজ জরিপেও কমলা সুস্পষ্টভাবে ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন। জরিপে ভোটারদের প্রশ্ন করা হয়েছিল, এই মুহূর্তে যদি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ভোট অনুষ্ঠিত হতো, তাহলে আপনি কাকে সমর্থন দিতেন। জরিপের ফলে দেখা গেছে, মিশিগানে ৫০ শতাংশ মানুষ কমলাকে সমর্থন দিয়েছেন; ট্রাম্পকে সমর্থন করেছেন ৪৬ শতাংশ। উইসকনসিনেও সমর্থনের ব্যবধান একই। পেনসিলভানিয়াতে ট্রাম্পের ৪৬ শতাংশ সমর্থনের বিপরীতে কমলা ৫১ শতাংশ মানুষের সমর্থন পেয়েছেন।
রয়টার্স বলছে, গত আগস্টে আইপিএসওএস জরিপে দেখা গেছে, অনেক ভোটার কমলার চেয়ে ট্রাম্পকে ‘দেশপ্রেমিক’ বলে উল্লেখ করছেন। দেশপ্রেমের এ শব্দটি ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানেরও অংশ। উল্টো দিকে কমলার সমর্থকরা ট্রাম্পকে ‘কিম্ভূত’ হিসেবে কটূক্তি করছেন। ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দুই প্রার্থীর মধ্যে শুরুতে ট্রাম্প এগিয়ে থাকলেও ক্রমেই এগিয়ে যাচ্ছেন কমলা।