বাংলাদেশ ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষসহ (বিডা) সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১ দশমিক ২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। এর মধ্যে বিদেশি বিনিয়োগ ৪৬৫ মিলিয়ন মার্কিন ডলার, স্থানীয় বিনিয়োগ ৭০০ মিলিয়ন এবং যৌথ বিনিয়োগ প্রস্তাব এসেছে ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের। এসব প্রস্তাবের প্রায় ১৮ শতাংশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায় এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাণিজ্য মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম কাস্টম হাউস, বিডাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০২৫ সালের প্রথম ছয় মাসে সব থেকে বেশি বিদেশি বিনিয়োগ (প্রায় ৩৩০ মিলিয়ন ডলার) প্রস্তাব এসেছে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। এ ছাড়া সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠান উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। ১ দশমিক ২৫ বিলিয়ন ডলারের প্রস্তাবের মধ্যে এখন পর্যন্ত ২৩১ মিলিয়ন ডলারের প্রস্তাব (প্রায় ১৮ শতাংশ) চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বৈঠকে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট কমানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। বন্দরে প্রায় সাড়ে ৬ হাজার কনটেইনার অনেক দিন থেকে পড়ে আছে। জট কমাতে গত দুই মাসে ১ হাজার কনটেইনার নিলামে বিক্রি করা হয়েছে এবং আগামী মাসে আরও ৫০০ কনটেইনার নিলামে তোলার কাজ চলছে বলে সভায় জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিনিয়োগ সমন্বয় কমিটির সভায় বাংলাদেশ বিজনেস পোর্টাল (বিবিপি) চালুর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বিডা, বেজা, বেপজা ও বিসিকের পরিষেবাগুলো একত্র করতে এ সমন্বিত অনলাইন প্ল্যাটফর্মটি আগামী মাসে চালু করা যাবে বলে জানান সংশ্লিষ্টরা।