Michigan

বাংলা প্রেসক্লাব ও কানাইঘাট অ্যাসোসিয়েশনের যৌথ সংবর্ধনায় বুলবুল

মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলা প্রেসক্লাব অব মিশিগানের কর্তৃক এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন, বাংলাদেশ থেকে আগত সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া-সংস্কৃতি সম্পাদক, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি সিলেট ব্যুরো প্রধান শাহজাহান সেলিম বুলবুল।

শনিবার (২৬ এপ্রিল) সকালে সংশ্লিষ্ট রাজ্যের ওয়ারেন সিটির ঐতিহ্যবাহী বাঙালি রেস্টুরেন্ট বিসমিল্লাহ ক্যাফে অ্যান্ড কারিতে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা সভায় শাহজাহান বুলবুলকে এমন সম্মান প্রদর্শন করা হয়।

Ezoicজমকালো ওই পর্বের শুরুতেই শাহজাহান সেলিম বুলবুলকে ফুল দিয়ে সম্মান জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ক্লাব সভাপতি শামীম আহছান। সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রাণবন্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক, সহ-সভাপতি সেলিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহ-সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদ, কোষাধ্যক্ষ সুলায়মান আল মাহমুদ এবং সিলেট থেকে প্রকাশিত দৈনিক শুভ প্রতিদিন-এর প্রতিনিধি ও পত্রিকাটির আমেরিকা সংস্করণের দায়িত্বপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব ফয়সল আহমদ মুন্না প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব শাহজাহান বুলবুল তার আমেরিকা আগমন উপলক্ষে এই সম্মানে ভূষিত করায় বাংলা প্রেসক্লাব মিশিগানকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের সার্বিক নীতিগত কল্যাণে সাংবাদিকদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে সকলেই আনন্দঘন পরিবেশে ভোজন পর্বে অংশগ্রহণ করেন।

এদিকে, সিলেটের কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিশিগানের পক্ষ থেকেও শাহজাহান বুলবুলকে সংবর্ধনা প্রদান করা হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto