বাইডেনকে গলফ খেলার চ্যালেঞ্জ দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের ক্ষেত্রে মুখের বুলি হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় হাতিয়ার। এবার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে গলফ ম্যাচ খেলার চ্যালেঞ্জ জানিয়েছেন রিপাবলিকান এই নেতা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি নির্বাচনী প্রচারে ট্রাম্প একইসঙ্গে প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আক্রমণ করেন। তিনি বলেন, ডেমোক্রেটিক দল সিদ্ধান্ত নিতে পারছে না, তাদের কোন প্রার্থী প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর জন্য বেশি অযোগ্য। খবর সিএনএনের।
বাইডেনকে আরও একবার উন্মুক্ত বিতর্কের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ট্রাম্প বলেন, এই বিতর্কে কোনো উপস্থাপক থাকবে না। এমনকি গলফ খেলারও আমন্ত্রণ জানান ট্রাম্প। মার্কিন প্রতিনিধি পরিষদের সাতজন ডেমোক্র্যাট সদস্য বাইডেনকে এরই মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এ অবস্থায় রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে জো বাইডেন আগামী নির্বাচনে জিততে পারবেন না- এমনটাই মনে করেন তার দলের সিনেটর মাইকেল ব্যানেট। অন্যদিকে বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হলিউড অভিনেতা ও ডেমোক্রেট দলের শীর্ষ অর্থ সংগ্রাহক জর্জ ক্লুনি।