বাইডেন ও ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্বাধীনতায় ফাটল ধরানো অভিযোগ কেনেডির
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্বাধীনতায় ফাটল ধরানোর অভিযোগ করেছেন এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আরেক প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র। শুক্রবার তিনি অভিযোগ করে বলেন, তারা দু’জনই মার্কিন সংবিধান পদদলিত করছেন।
কেনেডি জুনিয়র বলেন, আপনি যদি স্বাধীনতাকে মূল্যবান মনে করেন, তাহলে আপনাকে স্বাধীনতা থেকে অনুপ্রাণিত নেতা নির্বাচন করতে হবে। যেন তিনি অন্যকে অনুপ্রাণিত করতে পারেন। যে নেতা স্বাধীনতায় বিশ্বাস করেন এবং অধিকারের বিলকে শ্রদ্ধার সাথে ধারণ করেন, তাকে বেছে নিতে হবে। কিন্তু আমি দুঃখিত যে প্রেসিডেন্ট বাইডেন বা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দুজনের কেউই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। যখন হিসাব ধরা হয়েছে, তখন দেখা গেছে, দু’জনের কেউই সংবিধান মতো চলতে পারেননি।
৬৯ বছর বয়সী কেনেডি জুনিয়র নিহত সিনেটর রবার্ট এফ কেনেডির ছেলে এবং সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা। কেনেডি একজন স্পষ্টভাষী ভ্যাকসিনবিরোধী প্রচারক। ডেমোক্র্যাট দলের হয়ে প্রাইমারিতে লড়তে ব্যর্থ হয়ে কেনেডি জুনিয়র লিবার্টারিয়ান পার্টিতে যোগদানের কথা বিবেচনা করেছিলেন। কিন্তু পরে তিনি স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেন।
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রবার্ট এফ কেনেডি জুনিয়রের জয়ের সম্ভাবনা কম। তবে তাঁকে নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরে উদ্বেগ রয়েছে। কারণ, তিনি কয়েকটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যে ফলাফলের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারেন।