বাদ্যযন্ত্রে গানের সুর তৈরির এআই আনছে সনি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে যেকোনো বাদ্যযন্ত্রে দ্রুত গানের সুর তৈরির সুযোগ দিতে ‘ডিফ-আ-রিফ’ নামের এআই মডেল তৈরি করছে সনি। এআই মডেলটি যেকোনো গানের সুর পর্যালোচনা করে দ্রুত নির্দিষ্ট বাদ্যযন্ত্রের উপযোগী মিউজিক্যাল ট্র্যাক তৈরি করতে পারে। এর ফলে এআই মডেলটির মাধ্যমে সহজেই যন্ত্রসংগীত শোনার সুযোগ মিলবে।
জাপানের টোকিও ও ফ্রান্সের প্যারিস থেকে সনি কম্পিউটার সায়েন্স ল্যাবরেটরিজের বিজ্ঞানীরা যৌথভাবে এআই মডেলটি তৈরি করছেন। গবেষকদের দাবি, নতুন এআই মডেলটি যেকোনো যন্ত্রের ধরন বুঝে দ্রুত সুর তৈরি করতে পারে। এর ফলে সংগীতশিল্পী, সংগীত প্রযোজক ও সংগীত নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা দ্রুত বিভিন্ন যন্ত্রের মিউজিক্যাল ট্র্যাক সম্পর্কে জানতে পারবেন। শুধু তা–ই নয়, নির্দিষ্ট গানের যন্ত্রসংগীত তৈরি করা যাবে। এআই মডেলটি মূলত সংগীতশিল্পী বা সংগীত প্রযোজকদের সহকারী হিসেবে কাজ করবে।
এআই মডেলটি মূলত অটোএনকোডার প্রযুক্তি কাজে লাগিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্রের মতো সুর তৈরি করে থাকে। এরই মধ্যে এআই মডেলটির মাধ্যমে তৈরি করা বেশ কয়েকটি যন্ত্রসংগীতের নমুনা প্রকাশ করেছেন গবেষকেরা। শুধু তা–ই নয়, এআই মডেলটির মাধ্যমে রক‘এন’রোল ধাঁচের সংগীতও তৈরি করে দেখিয়েছেন তাঁরা।