Science & Tech

বিটকয়েন সম্মেলনে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প

ভার্চ্যুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে সারা বিশ্বেই উন্মাদনা রয়েছে। আর তাই ভার্চ্যুয়াল মুদ্রার বিভিন্ন দিক নিয়ে ২৫ থেকে ২৭ জুলাই যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিল শহরে শুরু হচ্ছে বিটকয়েন সম্মেলন। মার্কিন নির্বাচনী ডামাডোলের মধ্যে হঠাৎই আলোচনায় উঠে এসেছে এ সম্মেলন। কারণ, এবারের বিটকয়েন সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিটকয়েন নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

বিটকয়েনসহ বিভিন্ন ডিজিটাল মুদ্রার ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের মধ্যে মতপার্থক্য আছে। ক্রিপ্টোকারেন্সি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো আসন্ন মার্কিন নির্বাচনে ভোটারদের ক্রিপ্টোর পক্ষের প্রার্থীদের ভোট দিতে উৎসাহ দিচ্ছে। সেই পরিপ্রেক্ষিতেই বিটকয়েন সম্মেলনে সবাইকে চমকে দিয়ে অংশ নেবেন ডোনাল্ড ট্র্যাম্প। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনে ক্রিপ্টো নীতি প্রভাব রাখবে বলেই ভার্চ্যুয়াল মুদ্রা ব্যবসায়ীদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন ট্র্যাম্প।

সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ভার্চ্যুয়াল মুদ্রা বিষয়ে নিজের অবস্থান তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে। বিটকয়েন সম্মেলনে ট্রাম্পের উপস্থিতি আসলেই বড় চমক। কারণ, ট্রাম্প মার্কিন ডলারের আধিপত্য ধরে রাখতে বিটকয়েনকে বাতিলের পক্ষে ছিলেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য বিটকয়েন ও অন্যান্য ভার্চ্যুয়াল মুদ্রার বিষয়ে ধীরে চলা পদক্ষেপ নেওয়ার পক্ষে। আর তাই ট্রাম্প নিজের ভোটব্যাংক ও জনপ্রিয়তা বাড়াতে ক্রিপ্টো সম্মেলনে হাজির হচ্ছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button