বিতর্কের মুখে সরলেন গেটজ, পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
বিতর্কের মুখে ম্যাট গেটজ সরে যাওয়ার পর পাম বন্ডিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নেয়ার কথা জানান ট্রাম্প।
এর আগে এই পদে ট্রাম্প ম্যাট গেটজকে মনোনীত করেন, তবে রিপাবলিকানদের বিরোধিতার মুখে গতকাল বৃহস্পতিবার গেটজ নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন। সিনেটে নিজ দল রিপাবলিকানদের বিরোধিতার মুখে তিনি এই সিদ্ধান্ত নেন। এক্স বার্তায় ম্যাট জানান, ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তি এড়াতে চান তিনি।
সদ্য সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটজ যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়েছেন। ১৭ বছরের কম বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে নৈতিকতা বিষয়ক কমিটির তদন্তের মুখে গত সপ্তাহে তিনি প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগ করেন।
বন্ডি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত শীর্ষ এক রাজ্যের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ট্রাম্পের আগের মেয়াদে মাদক ও ওষুধের অপব্যবহার কমিশনে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি বন্ডি থিঙ্কট্যাংক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের আইনি শাখার নেতৃত্ব পর্যায়ে দায়িত্ব পালন করেন। এই থিঙ্কট্যাংকের কর্মীরা ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারণে সহায়তা করেছেন।