বিশ্বের যে ১০ শহরে সবচেয়ে বেশি ধনী থাকেন
এশিয়ার শহরগুলোর মধ্যে প্রথমবারের মতো ধনীদের আবাসস্থল হিসেবে বেইজিংকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে ভারতের মুম্বাই। প্রথমবারের মতো শীর্ষ ১০ শহরের তালিকায় নাম লিখিয়েছে নয়াদিল্লিও। যুক্তরাষ্ট্রের বাণিজ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, নতুন পালক যুক্ত হয়েছে প্রতিবেশী দেশ ভারতের মুকুটে। সম্প্রতি প্রকাশিত ‘দ্য হুরুন রিচ লিস্ট ২০২৪’-এ প্রথমবারের মতো এশিয়া মহাদেশে বিলিয়নিয়ারদের আবাসস্থল হিসেবে চীনের বেইজিংকে পেছনে ফেলেছে মুম্বাই। ৯২ জন বিলিয়নিয়ার নিয়ে বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থান দখল করেছে ভারতের শহরটি। আর ৯১ জন বিলিয়নিয়ার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বেইজিং।
গত বছরজুড়ে চীনের শেয়ারবাজারে ভালুকের দৌরাত্ম্যের প্রভাব পড়েছে অর্থনীতিতেও। ফলে কমে গেছে নতুন সম্পদ সৃষ্টি। গত বছরের তুলনায় দেশটিতে বিলিয়নিয়ার কমেছে ১৫৫ জন। তবে বৈশ্বিক তালিকায় ৮১৪ জন বিলিয়নিয়ার নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে এশিয়ার দেশটি। অন্যদিকে, ভারতে নতুন বিলিয়নিয়ার যোগ হয়েছে ৮৪ জন।
বিলিয়নিয়ারদের আবাসস্থল হিসেবে দেশের বৈশ্বিক তালিকায় চীনের পরপরই আছে যুক্তরাষ্ট্র। নতুন ১০৯ জনসহ দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ৮০০ জন। তবে অন্য দেশের হিসাব যাই হোক না কেন, উল্কার গতিতে বিলিয়নিয়ারের সংখ্যা বৃদ্ধি এবং ধনীদের আবাসস্থল হিসেবে শীর্ষ ১০ শহরের তালিকায় প্রথমবারের মতো দিল্লির স্থান- এসবই বিশ্বের মানচিত্রে ভারতের অর্থনৈতিক প্রভাব পাকা পোক্ত হওয়ার ইঙ্গিত দেয়।
বিলিয়নিয়ারদের আবাসস্থল হিসেবে শীর্ষ ১০ শহরের তালিকায় প্রথম স্থানে আছে নিউইয়র্ক। সেখানে বিলিয়নিয়ারের সংখ্যা ১১৯। পরে রয়েছে লন্ডন। যেখানে বিলিয়নিয়ারের সংখ্যা ৯৭। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থান অধিকার করেছে যথাক্রমে সাংহাই (৮৭), শেনঝেন (৮৪), হংকং (৬৫) ও মস্কো (৫৯)। আর তালিকার সবশেষে জায়গায় স্থান পেয়েছে সান ফ্রান্সিস্কো। এখানে বিলিয়নিয়ার ৫২।