বিশ্বের সেরা স্কুলের পুরস্কার পেল জেরুজালেম, ব্রাজিল ও ভারতের শিক্ষাপ্রতিষ্ঠান
জেরুজালেমেভিত্তিক যে স্কুলটি পুরস্কার পেয়েছে সেটির নাম ‘দ্য ম্যাক্স রেইন হ্যান্ড ইন হ্যান্ড জেরুজালেম স্কুল’। এটিতে ইহুদি ও আরব শিক্ষার্থীদের একসাথে শিক্ষাদানের জন্য প্রতিষ্ঠানটিকে ‘ওভারকামিং অ্যাডভারসিটি’ ক্যাটাগরিতে সেরা স্কুলের পুরস্কার দেওয়া হয়েছে।
পৃথিবীর নানা প্রান্তের মোট পাঁচটি স্কুলকে শিক্ষাবিদদের জন্য গঠিত নেটওয়ার্ক ‘টি৪ এডুকেশন’ এর পক্ষ থেকে বিশ্বের সেরা স্কুলের পুরস্কার প্রদান করা হয়েছে। এরমধ্যে জেরুজালেমভিত্তিক একটি স্কুল রয়েছে যেটিতে ইহুদি-আরব উভয় সম্প্রদায়ের শিক্ষার্থীরা পড়াশোনা করে।
গতকাল (শনিবার) সম্প্রীতি বৃদ্ধি, স্থানীয় সম্প্রদায়কে সাহায্য এবং মানসিক স্বাস্থ্যসহ ইত্যাদি নানা বিষয় নিয়ে কাজ করার কৃতিত্বস্বরুপ এই পুরস্কার দেওয়া হয়। এতে জেরুজালেম ছাড়াও ব্রাজিল, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতের একটি করে স্কুল রয়েছে। এই স্কুলগুলোর জন্য রয়েছে মোট আড়াই লাখ মার্কিন ডলারের পুরস্কার।
জেরুজালেমেভিত্তিক যে স্কুলটি পুরস্কার পেয়েছে সেটির নাম ‘দ্য ম্যাক্স রেইন হ্যান্ড ইন হ্যান্ড জেরুজালেম স্কুল’। এটিতে ইহুদি ও আরব শিক্ষার্থীদের একসাথে শিক্ষাদানের জন্য প্রতিষ্ঠানটিকে ‘ওভারকামিং অ্যাডভারসিটি’ ক্যাটাগরিতে সেরা স্কুলের পুরস্কার দেওয়া হয়েছে।
জেরুজালেমের স্কুলটিতে হিব্রু ও আরবি ভাষায় প্রায় ৬০০ শিক্ষার্থীকে পাঠদান করানো হয়৷ গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের মাঝে এ যেন বেশ ইতিবাচক এক খবর৷
পুরস্কারটি সম্পর্কে হ্যান্ড ইন হ্যান্ড স্কুলস নেটওয়ার্কের চিফ এক্সিকিউটিভ ড্যানি এলাজার বলেন, “বিশ্বের সেরা স্কুল হিসাবে একটি পুরস্কার জেতা সাধারণত উদযাপনের বিষয়। কিন্তু এখন যুদ্ধের সাথে সাথে হাজার হাজার মূল্যবান জীবন হারাচ্ছে। এটি উদযাপনের সময় নয়। এখন সময় সমস্যা সমাধানের।”
অন্যদিকে ‘কমিউনিটি কোলাবোরেশন’ ক্যাটাগরিতে সেরা স্কুলের পুরস্কার জিতেছে স্পার্ক সোয়েটো নামের দক্ষিণ আফ্রিকার এক স্কুল৷ এটিতে শিক্ষার্থীদের প্রথাগত পড়াশোনার পাশাপাশি কীভাবে ভোট দিতে হবে, বর্জ্য দূষণ নিয়ন্ত্রণ করতে হবে এবং লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবেলা করতে হবে সেগুলো শেখানো হয়। এছাড়াও স্কুলটির শিক্ষার্থীরা একেবারে ছোট বাচ্চাদেরও পড়াতে শেখায়।
আর কলম্বিয়ার পিটালিটো শহরের একটি স্কুল ‘এনভায়রনমেন্টাল একশন’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে৷ স্কুলটি একটি স্টুডেন্ট প্রোগ্রাম পরিচালনা করে যেখানে শিক্ষার্থীদের মাধ্যমে কফি পাল্পের বর্জ্যকে জৈব সাবানের মতো পরিবেশ বান্ধব পণ্যে পরিণত করা হয়৷
অন্যদিকে ব্রাজিলের কার্নউবাল শহরের ইইএমটিআই জোয়াকিম বাস্তোস গনসালভেস স্কুল ‘সাপোর্টিং হেলদি লাইভস’ ক্যাটাগরিতে সেরা স্কুলের পুরস্কার পেয়েছে। স্কুলটি কোভিড-১৯ মহামারীর পর শিক্ষার্থীদের মনোবিজ্ঞানীদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা প্রদানের ব্যবস্থা করে।
অন্যদিকে ‘ইনোভেশন’ ক্যাটাগরিতে সেরা স্কুলের পুরস্কার পেয়েছে ভারতের আহমেদাবাদের রিভারসাইড স্কুল৷ এটিতে শিক্ষার্থীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সহানুভূতিশীলতা, সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতার উপর বিশেষভাবে শিক্ষা প্রদান করা হয়৷
পুরস্কার প্রদানকারী সংগঠন টি৪ এর পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত স্কুলগুলোর উদ্দেশ্যে বলা হয়, “সারা বিশ্বের শিক্ষাবিদদের আপনাদের স্কুলগুলির উজ্জ্বল উদাহরণগুলি দেখা উচিত৷ কেননা এগুলো শিক্ষার্থীদের জীবনে পার্থক্য গড়ে দিয়েছে।”
এছাড়াও বিবৃতিতে বলা হয়, “আজ আমরা বড় বড় চ্যালেঞ্জগুলের মুখোমুখি হচ্ছি। এইসব চ্যালেঞ্জ সমাধানে সরকারদেরকে অবশ্যই আপনাদের কাজগুলিকে দেখতে হবে।”