Science & Tech
বৃহত্তম ইনডোর আইস পার্ক
উদ্বোধন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইনডোর আইস পার্ক হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড পার্কের। চীনের উত্তর-পূর্বাঞ্চলের হারবিন শহরে অবস্থিত এ আইস পার্কের আয়তন ২৩ হাজার ৮০০ বর্গমিটার। পার্কটির বাইরের তাপমাত্রা ২৯ ডিগ্রি ও ভেতরের তাপমাত্রা মাইনাস ৮-১২ ডিগ্রি সেলসিয়াস। এতে নয়টি থিমে ১৩টি ইন্টারেকটিভ প্রযুক্তি প্রকল্প স্থান পেয়েছে। সোংহুয়া নদী থেকে সংগৃহীত ২০ হাজার ঘনমিটার বরফ ব্যবহার করে অত্যাধুনিক আলো, শব্দ ও ইন্টারেক্টিভ প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে।