বৃহত্তর সংঘাত এড়াতে ভারতের প্রতি সতর্ক প্রতিক্রিয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সংঘটিত সন্ত্রাসী হামলার জবাবে ভারতের উচিত সীমিত ও দায়িত্বশীল প্রতিক্রিয়া জানানো- এমনটাই মনে করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের আশা, এই সন্ত্রাসী হামলার জবাবে ভারত এমনভাবে প্রতিক্রিয়া জানাবে, যা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেবে না।
ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি আরও বলেন, ‘স্পষ্টভাবে বললে, আমরা আশা করি পাকিস্তান যদি আংশিকভাবেও ওই হামলার জন্য দায়ী থাকে- তাহলে তাদের উচিত ভারতের সঙ্গে সহযোগিতা করা, যাতে পাকিস্তানের ভূখণ্ডে যেসব সন্ত্রাসী মাঝে মাঝে কার্যক্রম চালায়, তাদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেয়া যায়।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ভান্স জোর দিয়েছেন কূটনৈতিক সংযম ও পারস্পরিক সহযোগিতার ওপর। তিনি মনে করেন, চরমপন্থা মোকাবিলায় ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য।