USA

বেসরকারি খাতে কর্মসংস্থান বাড়ছে আমেরিকায়

নিউইয়র্ক স্টেটে বেসরকারি খাতে কর্মসংস্থান বাড়ছে। বিভিন্ন প্রতিষ্ঠান চেষ্টা করছে করোনা মহামারি চলাকালীন খরচ কমাতে যারা চাকরি থেকে বাদ পড়েছিলেন, সেসব পদে আবার লোক নিয়োগ করতে। অনেক নতুন চাকরিও আবার বাজারে আসছে। 

যদিও নিউইয়র্ক সিটির মেয়র সম্প্রতি বলেছেন, করোনার সময় সিটি থেকে যেসব চাকরি বন্ধ হয়ে গিয়েছিল, তা আবার ফেরত এসেছে। সিটির বাইরেও বিভিন্ন কাউন্টিতে চাকরির বাজারে নতুন নতুন চাকরি যোগ হচ্ছে। ফলে মানুষ আগের চেয়ে আরও ভালো অবস্থায় রয়েছে এবং চাকরি ফিরে আসায় খুশি। তবে নিত্যপণ্য থেকে শুরু করে বাজারে সবকিছুর দাম এত বেড়েছে যে চলতি মাস থেকে সিটি ও বিভিন্ন কাউন্টিতে এক ডলার করে বেতন বাড়লেও মানুষের কষ্ট সেভাবে নিরসন হয়নি। কারণ, বেতন বাড়ার তুলনায় বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং বাসা বাড়ছে তার চেয়ে বেশি। ফলে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের পক্ষে সব সময় জীবনের ব্যয়ের সঙ্গে  তাল মিলিয়ে চলা সম্ভব হচ্ছে না। তারপরও সবকিছু ছাপিয়ে বাজারে নতুন চাকরি যোগ হওয়ায় মানুষের কাজ করার সুযোগ বাড়ছে।

গত ১৮ জানুয়ারি নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব লেবার থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ২০২৩ সালের ডিসেম্বরে বেসরকারি সেক্টরে নিউইয়র্কে ৫ হাজার ৮০০ বা ০.১ শতাংশ চাকরি বেড়ে ৮২ লাখ ৬১ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে। বেসরকারি খাতের চাকরির সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রেও ২০২৩ সালের ডিসেম্বরে ০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নিউইয়র্ক স্টেটের বেসরকারি খাতের চাকরি ডিসেম্বর ২০২৩ এর তুলনায় ৪৯ হাজার ২০০ বা ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে বেসরকারি খাতের চাকরির সংখ্যা বৃদ্ধির ১.৬ শতাংশ থেকে কম ছিল।
নিউইয়র্ক স্টেটের মৌসুমি সামঞ্জস্যপূর্ণ বেকারত্বের হার নভেম্বরে ৪.৩ শতাংশ থেকে বেড়ে ২০২৩ সালের ডিসেম্বরে ৪.৫ শতাংশ হয়েছে। একই সময়ে নিউইয়র্ক স্টেটের লেবার ফোর্স (ঋতু অনুসারে সামঞ্জস্য) ৭ হাজার ৫০০ কমেছে। ফলস্বরূপ, রাজ্যব্যাপী শ্রমশক্তির অংশগ্রহণের হার নভেম্বরে ৬১.৭ শতাংশ থেকে ২০২৩ সালের ডিসেম্বরে ৬১.৬ শতাংশ কমেছে।

নিউইয়র্ক স্টেটে বেসরকারি খাতের চাকরির সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো (বিএলএস) দ্বারা পরিচালিত নিউইয়র্ক ব্যবসার বেতনের সমীক্ষার ওপর ভিত্তি করে করা হয়। বিএলএস নিউইয়র্ক স্টেটের বেকারত্বের হার গণনা করে আংশিকভাবে রাজ্যের প্রায় ৩ হাজার ১০০ পরিবারের মাসিক বর্তমান জনসংখ্যা সমীক্ষার (সিপিএস) ফলাফলের ওপর ভিত্তি করে।

ঋতু অনুসারে সামঞ্জস্য করা ডেটা সবচেয়ে ভালোভাবে মাস থেকে মাসের তুলনা প্রদান করে। অমৌসুমি সামঞ্জস্য করা ডেটা একই মাসের বছরের থেকে বছরের তুলনায় করা হয়। যেমন ডিসেম্বর ২০২২ এর সঙ্গে ডিসেম্বর ২০২৩ এর তুলনা করতে হবে।

রাজ্যব্যাপী শিল্প কর্মসংস্থানের ব্যাপারে বলা যেতে পারে, ডিসেম্বর ২০২৩ ঋতুগতভাবে সামঞ্জস্য করা হয়েছে। এর মধ্যে নেট ভিত্তিতে, রাজ্যে মোট নন-ফার্ম চাকরির সংখ্যা মাসে ৮ হাজার ৩০০ বেড়েছে, যখন ২০২৩ সালের ডিসেম্বরে বেসরকারি খাতের চাকরি ৫ হাজার ৮০০ বেড়েছে। একই সময়ে দেশে মোট নন-ফার্ম চাকরির সংখ্যা ২ লাখ ১৬ হাজার বেড়েছে, যখন বেসরকারি খাতের চাকরি ১ লাখ ৬৪ হাজার বেড়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button