Trending

ব্যংককে নিত্যপণ্যের দাম ঢাকার চেয়ে কম!

প্রতি বছরের মতো এবারও রমজানে অস্বাভাবিকভাবে বেড়েছে নিত্যপণ্যের দাম। বিশেষ করে রমজানের আনুষঙ্গ পণ্যগুলোর দাম এখন আকাশছোঁয়া। দামের পাশাপাশি এসব পণ্যের মান নিয়েও প্রশ্ন রয়েছে ভোক্তাদের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিত্যপণ্যের দাম ও মান নিয়ে হতাশা প্রকাশ করেন থাইল্যান্ড প্রবাসী এক বাংলাদেশি। বাংলাদেশের মানুষ বর্তমানে ‘জাহান্নামে’ বসবাস করছে বলে মনে করেন তিনি। 

ফেসবুক পোস্টে ব্যাংককে বসবাসকারী তানভীর আহমাদ আরজেল নামে এই প্রবাসী লিখেন, এখানে প্রায় প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাংলাদেশের তুলনায় অনেক অনেক কম! এক কেজি গরুর মাংস ২২০ থেকে ২৪০ বাথে পাওয়া যা বাংলাদেশি টাকায় ৬৫০-৭০০ টাকা। একই কোয়ালিটির গরুর মাংস কিনতে বাংলাদেশে গুনতে হবে ১২শ থেকে ১৫শ টাকা। কারণ এখানে গরুর মাংসে কোনো হাড় থাকে না। বাংলাদেশে হাড় বলে যা বিক্রি করা হয় তা এখানে ফেলে দেওয়া হয়। হাড় বলতে এখানে সিনার মাংসকে বোঝায়। এই মাংসের দাম ৮০ বাথ যা বাংলাদেশি টাকায় ২৪০ টাকা। 

মাছের দাম নিয়ে তিনি লিখেন, ১ কেজি লাইভ (জীবন্ত) রুই মাছের দাম ৫০ বাথ (১৫০ টাকা)! গত ১ বছর ধরে এই দামেই কিনছি! দামের কোন পরিবর্তন হয় নাই! মাছের সাইজ বড় হলেও দামের কোন পরিবর্তন নাই! বিশাল বড় বড় সাইজের ১ কেজি ইলিশের দাম ৩৫০ – ৫০০ বাথ (১০৫০ – ১৫০০ টাকা)। আজকে ৩৫০ বাথ করে কিনেছি! এই সাইজের ১ কেজি ইলিশ বাংলাদেশে কিনলে লাগবে ২০০০-২৫০০ টাকা! ১ কেজি মাঝারি সাইজের রূপ চাঁদা মাছের দাম ১০০-১১০ বাথ (৩০০-৩৪০ টাকা)! বাংলাদেশে যা ১ কেজি কিনতে লাগবে ৭০০-১০০০ টাকা! 

তিনি আরও লেখেন, ‘১ কেজি পাকিস্তানি মুরগির দাম ১১০-১২০ বাথ (৩৩০-৩৬০ টাকা)! স্বাদ আমাদের দেশী মুরগির থেকে কোনোভাবেই কম না!’

ফলের দাম বাংলাদেশ থেকে অনেক কম জানিয়ে তিনি লিখেন, ‘একটা বিশাল বড় সাইজের তরমুজ ১০০-১৩০ বাথ (৩০০-৪০০ টাকা) যা নাকি বাংলাদেশে এখন ৭০০/৮০০ টাকায় বিক্রি হচ্ছে! ১ কেজি মধুর মত মিষ্টি রসালো আমের দাম ৩০- ৫০ বাথ (১০০-১৫০ টাকা)। তবে আজকে কিনলাম ৩০ বাথ / কেজি। ছাড়া প্রায় প্রতিটা ফল ও সবজির দাম বাংলাদেশের থেকে অনেক অনেক কম।‘

দাম ছাড়াও মান ও স্বাদের দিক থেকেও দুই দেশের পণ্যের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান রয়েছে বলেও মন্তব্য করেন এই প্রবাসী। তিনি বলেন, ‘এইখানে কোন একটা খাবারে সামান্যতম ভেজাল নাই! সবকিছু ১০০% ফ্রেশ!’

হতাশা নিয়ে তিনি লেখেন, ‘যাইহোক এইখানে খেয়ে পরে আলহামদুলিল্লাহ্ ভালই আছি কিন্তু বাংলাদেশের মানুষের কথা চিন্তা করলে মারাত্মক খারাপ লাগে! এখন বুঝি কেন কেউ একবার বাংলাদেশ থেকে বের হইতে পারলে আর দেশে ব্যাক করতে চায় না!’

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button