Science & Tech

ব্রাজিলে বন্ধ এক্স

ব্রাজিলে ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকরের কথা বলেছে প্ল্যাটফর্মটি। ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েস সেন্সরশিপের আদেশ দিয়ে বলেন, ব্রাজিলে এক্সের প্রতিনিধি যদি সেই আদেশ না মানেন তবে তবে তাকে গ্রেফতার করা হবে। মূলত এ আদেশের পরিপ্রেক্ষিতেই ব্রাজিলে ব্যবসা বন্ধ করার ঘোষণা দিয়েছে এক্স। ব্রাজিলের সুপ্রিম কোর্ট অবশ্য এ ইস্যুতে এখনো কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, ব্রাজিলের মানুষ এখনো এক্স ব্যবহার করতে পারছেন বলে শনিবার জানিয়েছিলেন ধনকুবের ইলন মাস্কের প্ল্যাটফর্ম এক্স। বেশ কিছু এক্স অ্যাকাউন্টের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ এনেছিলেন মোরায়েস। অধিকাংশ অ্যাকাউন্টই ব্রাজিলের প্রাক্তন ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসানারোর সমর্থক। তদন্ত চলাকালীন অ্যাকাউন্টগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মোরায়েস।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button