ভারতীয় ৩ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
ইরানের সেনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ভারতের তিনটিসহ এক ডজনের বেশি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার নতুন এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।
বিবৃতিতে জানানো হয়, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে অবৈধ বাণিজ্য থাকা এবং ড্রোন সরবরাহের কারণের ভারতের তিনটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের কাছ থেকে যেসব ড্রোন পেয়েছে তা গোপনে বিক্রিতে সহায়তা করেছে নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানিগুলো।
ইরানের এ বাণিজ্যিক কাজকে সামনে থেকে সমর্থন দিয়েছে ইরানি কোম্পানি সাহারা থান্ডার। এরসঙ্গে জড়িত থাকায় তিনটি ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দেয়া হয়। এ কোম্পানিগুলো হলো জেন শিপিং, পোর্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং সি আর্ট শিপ ম্যানেজমেন্ট (ওপিসি) প্রাইভেট লিমিটেড।
সাহারা থান্ডার ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আর্মড ফোর্সেস লজিস্টিকসের পক্ষ থেকে চীন, রাশিয়াসহ একাধিক দেশে ইরানি পণ্য বিক্রয় এবং চালান করে থাকে।