ভারতের তিন রাফালসহ ছয় বিমান ধ্বংস গভীর রাতে পাকিস্তানে ‘কাপুরুষোচিত’ হামলা

দুই দেশে নিহত অন্তত ৪১ :: নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান :: সাদা পতাকা উত্তোলন করে পরাজয় স্বীকার করেছে ভারত : তারার :: ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প, বিশ্বনেতাদের প্রতিক্রিয়া ষ সাড়ে পাঁচশ ফ্লাইট বাতিল
ভারত ও পাকিস্তানের মধ্যে পুরনো উত্তেজনা নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে সাম্প্রতিক এক সামরিক অভিযানে। অধিকৃত কাশ্মীরের পাহেলগামে প্রাণঘাতী হামলার প্রায় দুই সপ্তাহ পর ভারত এবার পাকিস্তানের অভ্যন্তরে বুধবার (৭ মে) ভোর রাতে হামলা চালিয়েছে। ‘অপারেশন সিঁদুর’ নামের এ হামলায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
পাকিস্তান ও আজাদ কাশ্মীরের নয়টি লক্ষ্যবস্তুতে হামলা করার কথা জানিয়েছে ভারত। পাকিস্তান জানিয়েছে, ছয়টি জায়গায় ২৪টি স্থাপনা হামলার শিকার হয়েছে। পাকিস্তান প্রতিশোধমূলক হামলায় ভারতীয় ব্রিগেড সদর দপ্তর ধ্বংস এবং পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভ‚পাতিত করা করেছে। ভারতের হামলায় ২৬ জনের নিহত হওয়ার তথ্য জানিয়েছে পাকিস্তান। অন্যদিকে ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, পাকিস্তানের গোলা বর্ষণে ১৫ জন বেসামরিক নাগরিক মারা গেছে এবং আহত হয়েছে আরও ৪৩ জন।
পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র জিও ব্রডকাস্টারকে বলেছেন, ভারতের হামলায় দুটি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ গণমাধ্যমটিকে বলেন, ভারত সব বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে, সেখানে কোনো জঙ্গি শিবির ছিল না। তিনি বলেন, ভারত তাদের নিজেদের আকাশসীমা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ‘সন্ত্রাসীদের শিবির’ লক্ষ্যবস্তু করার ভারতীয় দাবি মিথ্যা।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে পরে বলা হয়, তারা তিনটি রাফাল, একটি এসইউ-৩০ এবং একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভ‚পাতিত করেছে। তারা জানায়, পাকিস্তানে হামলা চালানোর পরেই বিমানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভোর পৌনে ৩টার দিকে দুটি ভারতীয় বিমান ভ‚পাতিত করার কথা দাবি করেন। তৃতীয় ভারতীয় বিমান ভ‚পাতিত করার খবর রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি-র মাধ্যমে ভোর ৩টা ৪২ মিনিটের দিকে আসে। পিটিভি জানায়, পাকিস্তান বিমান বাহিনী অবন্তিপুরা থেকে ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরও একটি ভারতীয় রাফাল বিমান ভ‚পাতিত করেছে। পাকিস্তানের সামরিক মুখপাত্র ভোর ৪টার দিকে ক্ষয়ক্ষতির একটি হালনাগাদ বিবরণ দেন। তিনি আট জন বেসামরিক নাগরিকের মৃত্যুর কথা জানান। এর পর চতুর্থ ও পঞ্চম ভারতীয় বিমান ভ‚পাতিত করার বিষয়টি ভোর ৫টার পর প্রতিরক্ষা ও তথ্যমন্ত্রী নিশ্চিত করেন।
নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান : পাকিস্তান বলেছে, ভারতের হামলার জবাবে নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে প্রতিক্রিয়া জানানোর অধিকার তাদের আছে। আজ বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকের পর জারি করা এক বিবৃতিতে এই কথা বলা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে, নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি এবং তাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার জন্য যেকোনো সময়, স্থান ও পদ্ধতিতে আত্মরক্ষায় প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হয়েছে।’
সাদা পতাকা উত্তোলন করে পরাজয় স্বীকার করেছে ভারত : পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার বলেছেন যে নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উত্তোলন করে ভারত কার্যকরভাবে পরাজয় স্বীকার করেছে। ইসলামাবাদের পাকিস্তান-চীন মৈত্রী কেন্দ্রে গণমাধ্যমের সাথে কথা বলার সময়, তারার পাঞ্জাব এবং আজাদ জম্মু ও কাশ্মীরের বেসামরিক এলাকা লক্ষ্য করে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর দ্রæত এবং শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) প্রশংসা করেছেন।
ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প, বিশ্বনেতাদের প্রতিক্রিয়া : পাকিস্তানে ভারতের এ হামলা ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটা লজ্জাজনক। এইমাত্র এ সম্পর্কে শুনলাম। আমার মনে হয় অতীতের কিছু ঘটনার উপর ভিত্তি করে মানুষ জানত যে কিছু একটা ঘটতে চলেছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। তারা বহু, বহু দশক ধরে লড়াই করে আসছে। আশা করি, এটি খুব দ্রæত শেষ হবে।
যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা। আশা করি, এটি দ্রæত শেষ হবে এবং একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতীয় ও পাকিস্তানের নেতৃত্বকে নিয়ে আলোচনায় বসা হবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেছেন, নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় সামরিক অভিযান নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব। উভয় দেশকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহŸান জানিয়েছেন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাত বিশ্ব বহন করতে পারে না।
ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনাকে ‘গুরুতর উদ্বেগের’ বিষয় বলে উল্লেখ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ‘যুক্তরাজ্য সরকার ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন করতে এবং দ্রæত ক‚টনৈতিক পথ খুঁজে বের করার জন্য সরাসরি সংলাপে অংশগ্রহণের আহŸান জানাচ্ছে,’ বুধবার এক বিবৃতিতে বলেন তিনি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পাকিস্তানে ভারতের সামরিক অভিযানকে দুঃখজনক বলে মনে করছে চীন। চলমান পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন আমরা। আমরা উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে, এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহŸান জানাচ্ছি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের বিষয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’। সংবাদমাধ্যম ‘আরটি’র ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দুটি দেশকেই সংযম দেখানোর আহŸান জানিয়েছে রাশিয়া। আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তান ও ভারতকে সতর্ক করে দিয়েছে যে তাদের বিরোধপূর্ণ সীমান্তে হামলা-পাল্টা হামলার পর আরও উত্তেজনা ‘অঞ্চলের স্বার্থের জন্য ক্ষতিকর’। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ‘তারা উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং সংলাপ ও ক‚টনীতির মাধ্যমে তাদের সমস্যা সমাধানের আহŸান জানিয়েছে’। অন্যদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো দিল্লি ও ইসলামাবাদকে ‘সংযম প্রদর্শনের’ আহŸান জানিয়েছেন।
জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি এক বিবৃতিতে বলেছেন, গত ২২ এপ্রিল কাশ্মীরে সংঘটিত সন্ত্রাসী কর্মকাÐের বিষয়ে আমাদের দেশ তীব্র নিন্দা জানায়। একইসঙ্গে আমাদের উদ্বেগ, পরিস্থিতি আরও প্রতিশোধমূলক বিনিময়ের দিকে নিয়ে যেতে পারে এবং একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে পরিণত হতে পারে। দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই সংযম প্রদর্শন এবং সংলাপের মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করার জন্য জোরালোভাবে আহŸান জানাচ্ছি। এছাড়া পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে তুরস্ক বলেছে, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, তারা (তুরস্ক) পাকিস্তান ও ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং তারা এর ওপর নজর রাখছেন। ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে দেশটিতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রিউভেন আজার বলেছেন, ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইসরাইল। সন্ত্রাসীদের জানা উচিত যে নিরপরাধদের বিরুদ্ধে তাদের জঘন্য অপরাধ থেকে লুকানোর কোনও জায়গা নেই।
সাড়ে পাঁচশ ফ্লাইট বাতিল : বিমান হামলার পর থেকে ভারত ও পাকিস্তানে প্রায় সাড়ে পাঁচশ ফ্লাইট বাতিল করা হয়েছে। পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ষোল শতাংশ এবং ভারতের প্রায় তিন শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে।
তাদের তথ্য অনুযায়ী, অনেক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা এড়াতে অন্য পথে ঘুরে গেছে। এক্সটার্নাল নামের একটি প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ফিনএয়ার, এমিরেটস, টার্কিশ কার্গো ও সাউদিয়ার ফ্লাইটের গন্তব্য পরিবর্তনের তথ্য তুলে ধরেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে এয়ার ফ্রান্স বলেছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের ওপর দিয়ে তাদের সব ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। নির্দিষ্ট কয়েকটি গন্তব্যে ফ্লাইট চলাচলের সূচি ও পরিকল্পনা সামঞ্জস্য করার কথাও জানিয়েছে তারা।
জার্মান উড়োজাহাজ সংস্থা লুফথান্সা রয়টার্সকে বলেছে, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত তাদের উড়োজাহাজগুলো পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলবে। স্পাইসজেট বলেছে, ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর, অমৃতসরসহ ভারতের উত্তরাঞ্চলের বেশ কিছু অংশে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সব গন্তব্য থেকে তাদের ফ্লাইট চলাচলে এর প্রভাব পড়েছে।
ইন্ডিগো এয়ারলাইনস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, পরিবর্তিত পরিস্থিতির কারণে ওই সব নগর থেকে তাদের ফ্লাইট চলাচল প্রভাবিত হয়েছে। এয়ার ইন্ডিয়া স্থানীয় সময় বুধবার দুপুর পর্যন্ত জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চÐীগড় ও রাজকোটে চলাচল করা তাদের সব ফ্লাইট বাতিল করেছে।