Trending

ভালো বায়ুর দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ শহর

আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের মান নিয়ে তাৎক্ষণিক বা লাইভ সূচক (একিউআই সূচক) প্রকাশ করে। সূচকে একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তা তুলে ধরা হয়।

আজ শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে দেখা যায়, লাইভ সূচকটিতে বিশ্বের ১২০টি শহরকে অন্তর্ভুক্ত করে বায়ুর মান তুলে ধরা হয়েছে।

এই সময়ে সূচকে বায়ুর মানের দিক থেকে ‘ভালো’ অবস্থানে থাকা বিশ্বের শীর্ষ ১০টি শহর হলো—

১. নিস, ফ্রান্স (স্কোর ১২)


২. অকল্যান্ড, নিউজিল্যান্ড (স্কোর ১৩)


৩. লিসবন, পর্তুগাল (স্কোর ১৪)


৪. রোম, ইতালি (স্কোর ১৫)


৫. হেলসিঙ্কি, ফিনল্যান্ড (স্কোর ১৬)


৬. কিয়োটো, জাপান (স্কোর ১৭)


৭. সারায়েভো, বসনিয়া ও হার্জেগোভিনা (স্কোর ১৭)


৮. লিওন, ফ্রান্স (স্কোর ১৯)


৯. সিডনি, অস্ট্রেলিয়া (স্কোর ২১)


১০. সিয়াটল, যুক্তরাষ্ট্র (স্কোর ২২)

একই সময়ে সূচকে বাংলাদেশের রাজধানী ঢাকার স্কোর ছিল ৯৯। বাতাসের এই মানকে ‘মধ্যম’ ধরা হয়।

একিউআই সূচকে ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। আর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ধরা হয় ‘ঝুঁকিপূর্ণ’।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button