ভিসা বিতর্কে ইলন মাস্কের পাশে ট্রাম্প
এইচ-ওয়ান বি ভিসা বিতর্কে বিলিয়নেয়ার টেক সিইও ইলন মাস্কের পক্ষে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে কাজ করার ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।
ট্রাম্প বলেন, তাঁর প্রতিষ্ঠানগুলোতে অনেক এইচ-ওয়ান বি ভিসাধারী কর্মী আছে। তিনি এইচ-ওয়ান বিতে বিশ্বাস করেন। এই ভিসা পদ্ধতিকে দুর্দান্ত প্রোগ্রাম সম্বোধন করে, অনেকবার এটি ব্যবহার করেছেন বলেও জানান ট্রাম্প।
এর আগে তীব্র অভিবাসনবিরোধী, বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী কট্টর রিপাবলিকানরা এইচ-ওয়ান বি ভিসা প্রোগ্রামের কঠোর বিরোধিতা করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গড়ে তোলার চেষ্টা করেন। এর পর ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স তাদের বিদেশি প্রযুক্তিকর্মীদের জন্য এইচ-ওয়ান বি ভিসা প্রোগ্রাম রক্ষায় ‘যুদ্ধ’ করার ঘোষণা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ভিসা ইস্যুতে নিজের অবস্থান জানান দিলেন ট্রাম্প।