ভুট্টাক্ষেত থেকে মিলল ৭০০ স্বর্ণমুদ্রা!
ভুট্টাক্ষেত থেকে মিলল ৭০০ স্বর্ণমুদ্রা! – ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ভুট্টাক্ষেতের মাটির নিচ থেকে মিলল অন্তত ৭০০ স্বর্ণমুদ্রা।
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের কেন্টাকি প্রদেশের ব্লুগ্রাস স্টেটের একটি খামারে এই স্বর্ণমুদ্রাগুলো পাওয়া যায়।
তবে ঠিক কোন জায়গা থেকে স্বর্ণমুদ্রাগুলো উদ্ধার করা হয়েছে এবং যে ব্যক্তি এগুলোর সন্ধান পেয়েছেন, তার পরিচয় প্রকাশ করা হয়নি।
জানা গেছে, স্বর্ণমুদ্রাগুলো আমেরিকার গৃহযুদ্ধের (১৮৬১–১৮৬৫) সময়কার। উদ্ধার হওয়া এসব স্বর্ণমুদ্রা এখন বিক্রির জন্য নিলামে তোলা হবে। ধারণা, এগুলো লাখ লাখ ডলারে বিক্রি হবে। উদ্ধার হওয়া স্বর্ণমুদ্রা বিক্রির দায়িত্ব পেয়েছে গভমিন্ট ডটকম।
ওই ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি মাটি খুঁড়ে স্বর্ণমুদ্রাগুলো বের করছেন। স্বর্ণমুদ্রাগুলো ১৮৪০ ও ১৮৬৩ সালের মাঝামাঝি সময়কার। এর মধ্যে আছে ১ ডলার গোল্ড ইন্ডিয়ানস, ১০ ডলার গোল্ড লিবার্টিস ও ২০ ডলার গোল্ড লিবার্টিস। এর মধ্যে ১৮টি অত্যন্ত বিরল ধরনের ২০ ডলার গোল্ড লিবার্টিস আছে। এগুলো ১৮৬৩ সালে ফিলাডেলফিয়ায় তৈরি হয়েছিল।