মহাকাশযাত্রায় এলিটদের আধিপত্য চান না রোজমেরি কুগান
২২,০০০ প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা করে দ্বিতীয় ব্রিটিশ ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইসা) নভোচারী হিসেবে নির্বাচিত হয়েছেন রোজমেরি কুগান। ৩৩ বছর বয়সী এই বিজ্ঞানীর রয়েছে অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি ও রয়্যাল নেভি রিজার্ভের অভিজ্ঞতা। কুগান বিশ্বাস করেন, মহাকাশযাত্রা কেবল এলিটদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়া উচিত।
তিনি বলেন, আমি মনে করি মহাকাশে ভ্রমণ কেবল এলিটদের জন্য হওয়া উচিত নয়। অনেক মানুষই হয়তো অন্য গ্রহে যাওয়ার সুযোগ পেতে চান। তবে এসব মিশনে সফলতার জন্য প্রশিক্ষিত ব্যক্তিরাই নির্বাচিত হবে। কুগান আগামী ছয় মাসের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) মিশনের জন্য প্রস্তুত হচ্ছেন। এর মধ্যে নাসার আর্টেমিস প্রকল্পের মাধ্যমে ২০২৬ সালের মধ্যে চাঁদে অভিযানের লক্ষ্য রয়েছে। কুগান বলেন, চাঁদে যাওয়ার জন্য আমি উন্মুখ। অন্য গ্রহেও যেতে চাই।
কুগান স্থায়ীভাবে অন্য গ্রহে বসতি স্থাপনের ব্যাপারে স্পেসএক্সের ইলন মাস্কের মতামতের সঙ্গে একমত নন। তিনি মনে করেন, অন্য গ্রহে যাত্রার মাধ্যমে আমরা পৃথিবী সম্পর্কে আরও ভালোভাবে শিখতে পারব এবং আমাদের পরিবেশগত পরিবর্তনের প্রভাব সম্পর্কে পূর্বাভাস দিতে সক্ষম হব।
তিনি আরও বলেন, আমাদের পৃথিবী চমৎকার ও অনন্য। চাঁদ বা মঙ্গল থেকে প্রাপ্ত শিক্ষা পৃথিবীকে আরও ভালোভাবে রক্ষায় কাজে লাগবে।
ইসার প্রশিক্ষণ শেষ করা কুগান বলেন, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে মানসিক প্রশান্তি বজায় রাখা আমাদের কাজের অংশ।