মহাকাশে নতুন গ্রহ ‘এনাইপোশা’ আবিষ্কার
জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে নতুন এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন যার নাম দেওয়া হয়েছে ‘এনাইপোশা’ (GJ 1214 b)। পৃথিবী থেকে প্রায় ৪৭ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটি একটি লাল বামন তারাকে কেন্দ্র করে ঘুরছে। এটি শুরুতে ‘মিনি-নেপচুন’ হিসেবে চিহ্নিত হয়েছিল, তবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের (JWST) সর্বশেষ পর্যবেক্ষণে জানা যায়, এটি আসলে বৃহৎ আকারের ভেনাসের মতো।
এনাইপোশার ঘন এবং অস্বচ্ছ বায়ুমণ্ডল গ্রহটিকে অন্য এক্সোপ্ল্যানেট থেকে আলাদা করেছে। এর বিশেষ গঠন ও বৈশিষ্ট্যের জন্য বিজ্ঞানীরা এটিকে ‘সুপার-ভেনাস’ নামে একটি নতুন গ্রহ শ্রেণিতে অন্তর্ভুক্ত করেছেন। ভেনাসের মতো হলেও এর আকার অনেক বড় এবং এর অনেক বৈশিষ্ট্য সম্পূর্ণ অনন্য।
এই আবিষ্কার মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিজ্ঞানীরা মনে করছেন, এই গ্রহের গবেষণার মাধ্যমে ভিনগ্রহের পরিবেশ এবং বৈচিত্র্য সম্পর্কে নতুন ধারণা পাওয়া যাবে। বিশেষ করে এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডল, তাপমাত্রা এবং গঠনগত বৈশিষ্ট্য নিয়ে আরও গভীর গবেষণার সুযোগ তৈরি হয়েছে।
বিজ্ঞানীদের মতে, জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে প্রাপ্ত নতুন তথ্যের ভিত্তিতে এনাইপোশা সৌরজগতের ভেনাসের মতো হলেও এটি আরও গরম এবং বড়। এটি গ্রহ গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।
তবে গ্রহটির ঘন বায়ুমণ্ডল পর্যবেক্ষণে একটি বড় বাধা হিসেবে কাজ করছে। এর বায়ুমণ্ডল এতই ঘন যে এটি সরাসরি দেখার সুযোগ খুবই সীমিত। তা সত্ত্বেও, বিজ্ঞানীরা আশা করছেন, এই আবিষ্কার আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি উপহার দেবে এবং মহাকাশ গবেষণায় যুগান্তকারী ভূমিকা রাখবে।