Science & Tech
মহাকাশে ১৬ বার সূর্যোদয় দেখলেন সুনিতা
মহাকাশে থাকা সুনিতা উইলিয়ামস ১৬ বার সূর্যোদয় দেখেছেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আছেন ভারতীয় বংশোদ্ভূত এ নভোচারী।
মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক টুইটে ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশন কর্তৃপক্ষ জানায়, সুনিতাসহ ৭২ নভোচারী ২০২৪ সালে এ সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ পান।
গত জুন মাসে বোয়িং স্টারলাইনার মহাকাশ যান নিয়ে ব্যারি উইলমোরের সঙ্গে স্পেস স্টেশনে রওনা করেন সুনিতা। ৯ দিনের মধ্যে তাঁর ফেরত আসার কথা থাকলেও এবার খ্রিষ্ট মাসেও তাঁকে সেখানে থাকতে হয়।
নাসা জানিয়েছে, সম্ভবত আগামী মার্চে সুনিতা ও ব্যারি উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে।