Science & Tech
মহাকাশ স্টেশনে প্রবেশ করেছেন শেনচৌ-১৮ নভোচারীরা
চীনের শেনচৌ-১৮ মহাকাশযানে থাকা তিন নভোচারী দেশটির মহাকাশ স্টেশনে প্রবেশ করেছেন। তারা তিন জনের আরেকটি মহাকাশচারী দলের সঙ্গে দেখা করেছেন এবং ইন-অরবিট ক্রু হস্তান্তরের একটি নতুন রাউন্ড শুরু করেছেন।
চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিস (সিএমসইও) শুক্রবার এ খবর জানিয়েছে।
বেইজিং সময় শুক্রবার সকাল ৫টা ৪ মিনিটে ইন-অরবিট দায়িত্ব পালনকারী শেনচৌ-১৭’র ক্রু হ্যাচটি খুলে মহাকাশ স্টেশনের তিন নতুন অভ্যাগতদের অভ্যর্থনা জানান এবং তারা গ্রুপ ছবি তোলেন।
পরবর্তীতে দুই দলের মহাকাশচারীরা চীনের মহাকাশ স্টেশনে ইন-অরবিট ঘূর্ণন করবেন। পরিকল্পনা ও হস্তান্তরের কাজ শেষ করতে প্রায় পাঁচ দিন তাঁরা একসঙ্গে থাকবেন এবং কাজ করবেন।